আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা যাবে না — নির্বাচন কমিশনের এই মতকে সমর্থন করল সুপ্রিম কোর্ট। আধার কার্ড শুধুমাত্র পরিচয় পত্রের প্রমাণ। আধার কার্ড দিয়ে নাগরিকত্ব প্রমান করা যাবে না জানিয়ে দিলেন দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

নির্বাচন কমিশনের তরফ থেকে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য ১১ টি নথির কথা বলা হয়েছে, যার মধ্যে একটি দেখাতে হবে ভোটার তালিকায় নাম তোলার জন্য। কিন্তু সেই ১১ টি নথির লিস্টে – জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) ইত্যাদি নথি থাকলেও সেখানে প্রাধান্য পায়নি আধার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড।

দেশের শীর্ষ আদালত নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানালো, “নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড যথেষ্ট নয়।” আজ মঙ্গলবার বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। শুনানির সময় শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত বলেন — “নির্বাচন কমিশন সঠিক বলেছে। আধার কার্ড বৈধ নাগরিকত্বের প্রমাণ নয়। আধার আইনের ৯ ধারা দেখলেই এটা স্পষ্ট বোঝা যাবে।”

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন