গরু কি ভারতের জাতীয় পশু ? উত্তর দিল মোদী সরকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের জাতীয় পশু কী ? স্কুলপাঠ্য বইতে এর উত্তর পড়ে বড় হয়েছেন বহু প্রজন্মের পড়ুয়া। কিন্তু তারপরেও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে স্বাধীন ভারতের সংসদে। দেশের জাতীয় পশু কী, সেটা অবশ্য প্রশ্ন ছিল না। বরং প্রশ্ন ছিল, গোরুকে ভারতের জাতীয় পশু হিসেবে মর্যাদা দেওয়ার কোনও ইচ্ছে ভারত সরকারের রয়েছে কি না? পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, বাদল অধিবেশনে এমন প্রশ্নেরই জবাব দেওয়া হলো।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

কেন্দ্রের মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী এস পি সিং বাঘেল মঙ্গলবার সংসদে জানিয়েছেন, গোরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনও ভাবনা নেই কেন্দ্রের। বিজেপি নেতা এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের প্রশ্নে লোকসভায় এই উত্তর দিয়েছেন মন্ত্রী

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন