Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কোটি কোটি মানুষের প্রিয় পানীয় চা। অনেকেই প্রতি ঘণ্টায় চা পান করেন।
বহু বাড়িতেই সকাল-সন্ধ্যা দুধ – চিনি দিয়ে চা পান করার রীতি রয়েছে।
দেশের স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ ডাঃ সারিন এক সাক্ষাৎকারে বলেছেন যে, অতিরিক্ত চা পান করা ক্ষতিকারক। কফি অনেক দিক থেকেই চায়ের চেয়ে ভাল।
আপনি দিনে দুই থেকে তিন বার চা পান করতে পারেন। তবে এর চেয়ে বেশিবার পান করলে, স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
অতিরিক্ত চা পান করলে ঘুম ও হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। এছাড়া কখনও খালি পেটে চা পান করবেন না।
খালি পেটে চা খেলে অ্যাসিডিটি হতে পারে। অতিরিক্ত চা পান করলেও এই সমস্যা হয়।
বেশীরভাগ ভারতীয়র চা দিয়ে দিন শুরু হয়। খাবার এবং জলের মতোই চা ভারতীয়দের জীবনধারার একটি অংশ।