Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন বাইক কিনবেন বলে ভাবছেন? তাহলে আপনার তালিকায় থাকতে পারে Royal Enfield Hunter 350 বাইকটি। ভারতের বাজারে দারুন জনপ্রিয় হতে চলেছে এই বাইকটি। যার কারণ, বাইকটির অসম্ভব স্টাইলিশ মডেল, অত্যাধুনিক ফিচার, আর তার সঙ্গে বাজেটের মধ্যে দাম। এই সমস্তটা মিলিয়েই বাইকপ্রেমীদের কাছে দারুণ আকর্ষণীয় হতে চলেছে Royal Enfield Hunter 350 2025 মডেলটি. এবার আপনারও যদি এই বাইকটি কেনার ইচ্ছা থাকে, তবে চটপট জেনে নিন সমস্ত ফিচার।
Royal Enfield Hunter 350 Bike In India
ভারতের বাজারে ঝড় তুলতে হাজির Royal Enfield Hunter 350 বাইকটি। ভাবতে অবাক লাগবে মধ্যবিত্তের বাজেটের মধ্যে চলে এসেছে এই বাইকটি (Royal Enfield Hunter 350). তাছাড়া ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে সমস্ত ফিচার যুক্ত করা হয়েছে এই নতুন বাইকটিতে। ভারতের বাজারে রয়াল এনফিল্ড (Royal Enfield Bike) কতটা জনপ্রিয় তা আলাদা করে বলার নয়। তবে এই নতুন মডেলে কি কি ফিচার থাকছে এবার সেটা জেনে নেওয়া ভীষণ জরুরী।
বাইকটির আকর্ষণীয় ফিচারগুলি কী কী?
2025 Royal Enfield Hunter 350 তে ব্যবহার করা হয়েছে ৩৪৯ সিসি, এয়ার-কুল্ড, J-সিরিজ ইঞ্জিন। এই ইঞ্জিনটি ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম পিক টর্ক উৎপন্ন করে থাকে। সঙ্গে দীর্ঘ-স্ট্রোক এই মোটরটি যুক্ত থাকছে ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে। থাকছে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচের সুবিধাও।
ফলে শহরের ভিড় রাস্তায় গিয়ার পরিবর্তন আরও বেশি মসৃণ ও আরামদায়ক হবে। এছাড়াও, অসমতল রাস্তায় চালানোর জন্য এই বাইকে (Royal Enfield Hunter 350) বাড়ানো হয়েছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সিটের আরাম আরও উন্নত করা হয়েছে, যাতে দীর্ঘ সময় ধরে রাইড করলেও কোনো ক্লান্তি অনুভব হবে না।
২০২৫ সালের এই নয়া মডেলটি ফিচারের দিক থেকেও সমৃদ্ধ। স্ট্যান্ডার্ড হিসেবে যুক্ত করা হয়েছে LED হেডল্যাম্প, ট্রিপার ন্যাভিগেশন পড ও USB Type-C চার্জিং পোর্ট। নতুন সমস্ত আপডেট একে আরও মজবুত করেছে আধুনিক মোটরসাইকেল গুলির তালিকায় আরও দৃঢ়ভাবে অবস্থান করার জন্য। আর বাজারের অন্য কোম্পানিগুলির দিকে প্রতিযোগিতা ছোঁড়ার জন্য। এই বাইকটির উজ্জ্বল রং রাস্তায় সহজেই নজর কাড়বে। নতুন কালার অপশনের মাধ্যমে Hunter 350-এর বিক্রি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
বাইকটির দাম কত রাখা হয়েছে?
আপনি যখন রয়্যাল এনফিল্ড হান্টার 350 (Royal Enfield Hunter 350) বাইকটি কিনবেন বলে ভাবছেন, তখন অবশ্যই আপনাকে বাইকটির দাম সম্পর্কে জানতে হবে। ভারতের বাইকটি নতুন কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এর যে গ্রাফাইট গ্রে ভ্যারিয়েন্টটি, তার এক্স-শোরুম প্রাইস হয়েছে ১.৭৭ লাখ টাকা। তবে ইএমআইতেও কিনতে পারবেন। বাইকটিতে নতুন শেড যুক্ত হওয়ায় Hunter 350 সবমিলিয়ে মোট ৭টি রঙের অপশনে উপলব্ধ হয়েছে।
উপসংহার
আগে রিও হোয়াইট ও ড্যাপার গ্রে রঙেই বাইকটি পাওয়া যেত। তবে এখন নতুন কালার শেডে বিক্রি হচ্ছে। মোটামুটি মধ্যবিত্তদের বাজেটের মধ্যেই। এই বাইকটি যদি আপনি কিনতে চান তাহলে শো রুমে গিয়ে দেখতে পারেন। তার আগে একবার অনলাইনে চেক করে নেবেন। সম্পূর্ণ আধুনিক ফিচার যুক্ত এই অত্যাধুনিক বাইকটি তরুণদের মধ্যে উন্মাদনা বাড়াবে।
আরও পড়ুন:- 5 টাকার নোট থাকলে পাবেন 6 লক্ষ টাকা, কীভাবে তা সম্ভব? জেনে নিন
আরও পড়ুন:- এটাই দেশের সবথেকে সস্তা SUV, একদম জলের দরে, জেনে নিন দাম