রাজ্য স্বাস্থ্য দফতরে প্রচুর GNM নার্স নিয়োগ, দেখুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : নার্সিং প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (WBHRB) এর তরফ থেকে স্টাফ নার্স ২০২৫ নিয়োগের বিজ্ঞপ্ত প্রকাশিত হয়েছে। রাজ্য স্বাস্থ্য ও কল্যাণ দপ্তরের তরফে সরাসরি ২৪৩৬ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (GNM) মহিলা ও পরুষ পদে নার্স নিয়োগ করতে চলছে।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

ভারতীয় নাগরিকত্বের পরিচয় পত্র থাকলেই করতে পারবেন আবেদন। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার (১৩ আগস্ট) থেকে এ পদে আবেদনপ্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : স্টাফ নার্স গ্রেড‌-২ জেনারেল নার্সিং অ্যান্ড মিড‌ওয়াইরি( GNM )

পদসংখ্যা: ২৪৩৬ টি।এরমধ্যে, GNM মহিলা – ২,০৯২ এবং GNM পুরুষ – ৩৪৪টি।

বেতন স্কেল: মাসিক মোট বেতন ৩৯,৫০০ টাকা তবে বেসিক ২৯,৮০০ টাকা পাশাপাশি অন্যান্য ভাতা দেওয়া হবে। গ্রেড: ২

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক উত্তীর্ণের পর নার্সিং স্নাতক বা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (ইন্ডিয়ান নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে এছাড়াও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল-এ Female/Male Nurse Midwifery হিসেবে বৈধ রেজিস্টার্ড থাকতে হবে)। পাশাপাশি বাংলা বা নেপালি ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে।

আবেদনে বয়সসীমা: বয়স সর্বোচ্চ ৩৯ বছর । তাছাড়া সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন সংরক্ষিত প্রার্থীরা ( SC/ST/OBC)

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা www.hrb.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২১০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২টা পর্যন্ত।

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন