Bangla News Dunia, Pallab : রাজ্য বা কেন্দ্র সরকার উভয়ে সাধারণ জনগণের জন্য বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আসেন প্রতিনিয়ত। এবার কেন্দ্র সরকার এমন এক স্ক্িম নিয়ে এসেছে যার মাধ্যমে আপনি হাজার টাকার কম জমিয়ে এককালীন ১১ কোটি টাকা পর্যন্ত পেতে পারেন। তবে কি সেই স্কিম কিভাবে আপনাকে এই টাকা জমা করতে হবে এখন এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট
সাধারণত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রতিটি বাবা-মায়েরই ইচ্ছে থাকে। শিক্ষার খরচ, বিবাহ, বা অবসরের পর আর্থিক নিরাপত্তা—সবই আগাম পরিকল্পনার উপর নির্ভর করে থাকে। এ কারণেই কেন্দ্রীয় সরকার চালু করেছে NPS বাৎসল্য স্কিম।
এই স্কিমে অল্প অল্প করে বিনিয়োগ করলেও দীর্ঘমেয়াদে বিশাল অঙ্কের টাকা একসঙ্গে পেতে পারেন। মাসে মাত্র ₹৮৩৪ (বছরে ₹১০,০০০) জমিয়ে আপনি আপনার সন্তানের জন্য অবসরের সময়ে ১১ কোটি টাকারও বেশি ফান্ড তৈরির সুযোগ পেতে পারেন—যদি সঠিক বিনিয়োগ পদ্ধতি বেছে নেন।
NPS বাৎসল্য স্কিম কী?
কেন্দ্র সরকারের NPS বাৎসল্য হল ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS)-এর একটি বিশেষ ভ্যারিয়েন্ট, যা ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রযোজ্য করা হয়েছে। এই স্কিমে বাবা-মা বা অভিভাবক সন্তানের নামে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন অনায়াসে।
মূল বৈশিষ্ট্য:
- সন্তান ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি শিশু পরিকল্পনা হিসেবে চালানো হবে।
- ১৮ বছরের পর এটি স্বয়ংক্রিয়ভাবে সাধারণ NPS অ্যাকাউন্টে রূপান্তরিত হতে পারে।
- বিনিয়োগের টাকা সরকারি সিকিউরিটি, বন্ড, ডেট এবং ইক্যুইটি মার্কেটে ছড়িয়ে দেওয়া হয় ঝুঁকি ও লাভের অনুপাতে।
আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো