সেনসেক্স নাকি নিফটি, বুধবার কোন কোন সেক্টর বাজার কাঁপাল? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিশ্ববাজারে বৃদ্ধির আবহে পজ়িটিভে থাকল দেশের শেয়ার বাজারে। দেশের দুই প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচকের পয়েন্ট বেড়েছে বুধবার। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স বেড়েছে ০.৩৭ শতাংশ বা ৩০৪ পয়েন্ট। বুধবারের বৃদ্ধির পর এই সূচক রয়েছে ৮০ হাজার ৫৩৯ পয়েন্টে। ন্যাশানাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি৫০ বেড়েছে ০.৫৪ শতাংশ বা ১৩১ পয়েন্ট। বাজার বন্ধের সময় এই সূচক রয়েছে ২৪ হাজার ৬১৯ পয়েন্টে। শতাংশের নিরিখে বুধবার সেনসেক্সের থেকে নিফটি৫০ স্ট্রং পারফরম্যান্স দেখিয়েছে।

সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি দেশের দুই স্টক এক্সচেঞ্জেই একাধিক সেক্টরাল সূচকের পারফরম্যান্স স্ট্রং ছিল বুধবার। সেক্টরাল ইনডেক্সের মধ্যে নিফটি ইন্ডিয়া ডিফেন্সের বৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি (২.৬৩%)। নিফটি ক্যাপিটাল মার্কেট (২.১৫%), নিফটি ফার্মা (১.৭৩%), নিফটি ইন্ডিয়া ট্যুরিজ়ম (১.৫০%), নিফটি মেটাল (১.২৬%), নিফটি অটো (১.১২%)-র মতো সেক্টরাল ইনডেক্সের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। দুই স্টক এক্সচেঞ্জেই অয়েল অ্যান্ড গ্যাস এবং এফএমসিজি সেক্টরাল ইনডেক্সের পতন হয়েছে।

বুধবার একাধিক সংস্থার স্টক উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছে। বুধবার ১০৯টি সংস্থার স্টকের দাম ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এই তালিকায় রয়েছে অ্যাপোলো হাসপাতাল, ইন্ডিয়ান ব্যাঙ্ক, টিভিএস মোটর কোম্পানি, পেটিএম-এর মতো সংস্থা। তবে ১০৪টি সংস্থার স্টকের দাম ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ম পর্যায়ে নেমেছে।

বিশ্ববাজারের চাঙ্গা ভাবের জেরেই বুধবার ভারতের স্টক মার্কেটের এই উত্থান বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। জুলাই মাসে ইউএস কনজ়িউমার প্রাইস ইনডেক্স ইনফ্লাশন স্টেবল রয়েছে। ভারতের সিপিআই ইনফ্লাশন ইনডেক্স গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। সেপ্টেম্বরে ইউএস ফেডারেল রিজ়ার্ভ সুদের হার কমাতে পারে বলে আশা রয়েছে। যা মার্কেট সেন্টিমেন্টকে প্রভাবিত করেছে বলে মত বিশেষজ্ঞদের। এ ব্যাপারে জিওজিৎ ইনভেস্টমেন্টের রিসার্চ প্রধান বিনোদ নায়ার বলেছেন, ‘ট্রাম্পের ট্যারিফ এবং আন্তর্জাতিক স্তরে ঝুঁকি সত্ত্বেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এবং ইনফ্লাশন পরিস্থিতি বাজার বৃদ্ধির পক্ষে সহায়ক হয়েছে।’

(Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- 5 টাকার নোট থাকলে পাবেন 6 লক্ষ টাকা, কীভাবে তা সম্ভব? জেনে নিন

আরও পড়ুন:- এটাই দেশের সবথেকে সস্তা SUV, একদম জলের দরে, জেনে নিন দাম

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন