পুজোর আগে ‘উপহার’, তিন মেট্রো রুটের উদ্বোধনে কলকাতায় আসছেন মোদি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পুজোর আগে ‘উপহার’। তিন নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে চলতি মাসে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আগামী ২২ অগাস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জনসভাও রয়েছে তাঁর।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা-এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) এবং নোয়াপাড়া-জয় হিন্দ (বিমান বন্দর) স্টেশনের মাঝে মেট্রো চলবে। এবার থেকে গ্রিন লাইন ১-এর সঙ্গে জুড়তে চলেছে গ্রিন লাইন ২। অন্যদিকে, ইয়েলো লাইনের সঙ্গে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটাগামী অরেঞ্জ লাইন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রেলের তরফে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ পাঠানোও শুরু হয়ে গিয়েছে।

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) তরফে আমন্ত্রণ পাওয়ার পরই এ খবরটি জানিয়েছেন সুকান্ত। মেট্রো রুটের পাশাপাশি হাওড়া (Howrah) মেট্রো স্টেশনের সাবওয়েরও উদ্বোধনের কথা রয়েছে মোদির।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন