লুঙ্গির আড়ালে ৩০ লক্ষের হেরোইন পাচারের চেষ্টা ! পুলিশের হাতে ৪ পাচারকারী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পরনের লুঙ্গির আড়ালে বহুমূল্য হেরোইন পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল ৪ মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া লালবাগ মহকুমার অন্তর্গত লালগোলায়। ধৃতদের নাম, শহিদুল হক, কামিরুল আলম, রাজীব রয় ও মিনারুল শেখ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে প্রথম দুজনের বাড়ি বালুটুঙ্গী ও কালমেঘা গ্রামে এবং বাকি দুজনের বাড়ি হোসনাবাদ ও মানিকচক গ্রামে।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

এদিন সূত্র মারফত মাদক পাচারের আগাম খবর পেয়ে ভগবানগোলার এসডিপিও বিমান হালদারের নেতৃত্বে লালগোলা থানার অফিসার ইনচার্জ অতনু দাস পুলিশ বাহিনী নিয়ে মধুপুর এলাকায় হাজির হন। সেইসময় একটি বাইকে চড়ে সন্দেহভাজন ৪ যুবক মধুপুর মোড় থেকে রামচন্দ্রপুর গ্রামের দিকে যাচ্ছিল। তাদের দেখামাত্রই পুলিশ ওই বাইকটিকে থামিয়ে তল্লাশি শুরু করে। এরপরেই চোখ কপালে ওঠে পুলিশের। পাচারকারীদের পরনের লুঙ্গির ভাঁজের মধ্যে থেকে কায়দা করে প্যাকেটে মোড়ানো হেরোইন উদ্ধার হয়।জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ৩০৩ গ্রাম। পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০-৩২ লাখের কাছাকাছি।

এই বিষয়ে ভগবানগোলার এসডিপিও বিমান হালদার বলেন, “গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই মাদক কারবারিদের হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। ধৃতেরা এই মাদক কোথা থেকে নিয়ে এসেছিল, সেই সঙ্গে এই পুরো কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে ইত্যাদি নানান তথ্য জানতে তাদের পুলিশ হেপাজতে নেওয়া হবে”। ধৃতদের বহরমপুরের বিশেষ এনডিপিএস আদালতে তোলা হলে বিচারক ২১ অগাস্ট পর্যন্ত তাদের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন