Bangla News Dunia, দীনেশ : মেট্রো রেল এবং নেফ্রো কেয়ার ইন্ডিয়ার যৌথ উদ্যোগে কলকাতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ১৪ আগস্ট, ২০২৫ তারিখে, মেট্রো রেলের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে দেশের প্রথম কেন্দ্রীয় সরকার এবং বেসরকারি স্বাস্থ্যসেবা অংশীদারিত্ব (পিপিপি) চালু হয়।
ফলস্বরূপ, সাধারণ জনগণ এখন কম খরচে উন্নত কিডনি চিকিৎসা পরিষেবা পেতে পারেন।
এই ঐতিহাসিক অংশীদারিত্ব মেট্রো রেলের অবকাঠামো এবং নেফ্রো কেয়ারের বিশেষায়িত চিকিৎসা দক্ষতার সমন্বয় ঘটায়। প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডাঃ প্রতিম সেনগুপ্তের নেতৃত্বে নেফ্রো কেয়ার দেশব্যাপী ৩৫০টি উন্নত রেনাল কেয়ার ইউনিটের মাধ্যমে ১০ লক্ষেরও বেশি রোগীকে সেবা দেওয়ার লক্ষ্য রাখে। এই উদ্যোগটি ভারতের স্বাস্থ্যসেবা খাতে একটি নতুন নজির স্থাপন করে।