Bangla News Dunia, Pallab : আমেরিকায় (US) ফের হামলা হল হিন্দুদের উপাসনাস্থলে। এই নিয়ে চলতি বছরে চারবার এমন হামলা হল। ইন্ডিয়ানার গ্রিন ভিউ শহরে অবস্থিত বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরে এই হামলা হয়।
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR
এক্স হ্যান্ডেলে এই হামলার কথা জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। তারা লিখেছে, ‘এক বছরের কম সময়ে মন্দিরে চারবার হামলা চালানো হয়েছে। দেওয়ালে লিখে দেওয়া হয় ভারতবিরোধী স্লোগান।’ তাদের অভিযোগ, খালিস্তানিরা এই হামলা চালিয়েছে। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছে শিকাগোর ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, বিশ্বজুড়ে ভারতবিরোধী কার্যকলাপ চালাচ্ছে খালিস্তানি জঙ্গিরা। অতীতে লন্ডন, অস্ট্রেলিয়ার হিন্দু মন্দিরেও হামলা চালানো হয়। হিন্দু মন্দিরে হামলার তীব্র নিন্দা বারবার জানিয়ে আসছে ভারত সরকার।
আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট