দীপাবলির বিশেষ উপহার দিলেন মোদী !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আলোর উৎসবে বিশেষ উপহার দিতে চলেছে কেন্দ্র, শুক্রবার স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির মধ্যেই আনা হবে ‘নেকস্ট জেনারেশন জিএসটি রিফর্ম’, জানালেন তিনি। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে বলে দাবি মোদীর।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

এ দিন লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে ভারতীয় অর্থনীতির উপরে বার বার গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ঘরোয়া বাজারে যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমে, সে জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ‘নেকস্ট জেনারেশন জিএসটি রিফর্ম’। মোদী বলেন, ‘আট বছর পরে সময়ের দাবি, জিএসটি-র রিভিউ করার প্রয়োজন রয়েছে।

এই জন্য আমরা একটি হাই পাওয়ার কমিটি তৈরি করেছি। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেছি। এর পরেই আমরা নেকস্ট জেনারেশন জিএসটি রিফর্মের পরিকল্পনা করেছি। এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স অনেকটাই কম হবে।’

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন