আধার কার্ড থাকলেই ভোটার বৈধ ? অন্য নথির প্রয়োজন নেই

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সম্প্রতি বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ৬৫ লক্ষ ভোটার। আর এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ ও বিভ্রান্তির মধ্যে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে — এখন থেকে আধার কার্ডও প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করার আবেদন প্রক্রিয়ায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

আর এই নির্দেশ শুধুমাত্র বিহারের জন্য নয়, বরং ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ায় একটি বড় দৃষ্টান্ত হয়ে দাড়িয়েছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।

৬৫ লক্ষ ভোটার নাম বাদ — কেন এত বড় বিতর্ক?

সম্প্রতি বিহারের ভোটার তালিকা বিশেষ সংশোধনী প্রক্রিয়ার সময় দেখা গিয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে
কিন্তু সমস্যা হলো —

  • বাদ পড়া ভোটারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি এখনো।
  • কেন নাম বাদ দেওয়া হলো তার কোনো পরিষ্কার কারণ দেওয়া হয়নি বলে জানা যায়।
  • সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছায়নি, ফলে অনেকে ভোটাধিকার হারানোর ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানা যায়।

সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার যে নির্দেশ দিয়েছেন তা মূলত তিনটি বড় পয়েন্টে ভাগ করে দিয়েছে —

  1. তালিকা প্রকাশ বাধ্যতামূলক করা হবে
    • বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে।
    • তালিকায় কেন নাম বাদ দেওয়া হলো, সেই কারণ উল্লেখ করতে হবে কমিশনকে।
  2. তথ্যপ্রাপ্তি সহজ করতে হবে
    • EPIC নম্বর দিয়ে অনলাইনে সার্চ করলেও বাদ পড়া তথ্য পাওয়া যাবে এমন করতে হবে।
    • প্রতিটি ব্লক ডেভেলপমেন্ট অফিস (BDO) ও পঞ্চায়েত অফিসে এই তালিকা টাঙিয়ে রাখতে হবে বলে উল্লেখ করা হ’য়েছে।
  3. আধার কার্ড গ্রহণযোগ্য প্রমাণপত্র
    • ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করার আবেদন করার সময় আধার কার্ডকেও প্রমাণপত্র হিসেবে গ্রহণ করতে হবে বলে জানা যায়।
    • তবে এটি শুধুমাত্র বাসস্থানের প্রমাণ হিসেবে গণ্য হবে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নয় এটা স্পষ্ট করে।

আদালতের বক্তব্য: আধার পরিচয়পত্র, নাগরিকত্ব নয়

সুপ্রিম কোর্ট আবারও স্পষ্ট করেছে —

  • আধার কার্ড পরিচয় ও বাসস্থানের প্রমাণ হতে পারে বলে জানানো হয়েছে।
  • তবে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে আধার গ্রহণযোগ্য হবে না।
    এর মানে হলো, আধার দিয়ে আপনি ভোটার তালিকায় নিজের নাম ফেরাতে পারবেন, কিন্তু শুধুমাত্র নাগরিকত্ব প্রমাণে আধার যথেষ্ট হবে না।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন