সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল মাটি, রিখটার স্কেলে মাত্রা ৫.৪

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ বার ভূমিকম্প অনুভূত হলো অস্ট্রেলিয়ায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৪।

ইউরোপীয়ান মেডিটেরিয়ান সেসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, শনিবার এই কম্পন অনুভূত হয়েছে অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে। এই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

যদিও, অস্ট্রেলিয়ার সংস্থা জানিয়েছে, কুইন্সল্যান্ডের কিলকিভানে  হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৫.৬। স্থানীয় সময়, শনিবার সকাল ৯টা ৫০ নাগাদ এই কম্পন হয়।

জানা গিয়েছে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল জিম্পির পশ্চিমে এবং ব্রিসবেন থেকে ২৫৬ কিলোমিটার উত্তরে কিলকিভানে। জিওসায়েন্স অস্ট্রেলিয়া জানিয়েছে, ব্রিসবেন, বুন্ডাবার্গ এবং গোল্ড কোস্ট পর্যন্ত অনুভূত হয়েছে সেই কম্পন। লিসমোর-সহ নিউ সাউথ ওয়েলস এলাকার বাসিন্দারাও এই কম্পন অনুভব করেন। তবে এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এই ভূমিকম্পের  জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি বলে জানিয়েছেন আধিকারিকরা।

যে অঞ্চলে এই কম্পন হয়েছে তাকে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

আরও পড়ুন:- ‘নতুন ভারত’ গড়ার দিশা, ৭৯তম স্বাধীনতা দিবসে PM মোদীর ১০ বড় ঘোষণা দেখুন

আরও পড়ুন:- দেদার AC, ফ্রিজ, কুলার চালানোর পরও আসবে কম বিল, জেনে নিন উপায়

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন