Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে রোদ-বৃষ্টির খেলা। তবে শনিবার, জন্মাষ্টমীর সকাল থেকেই চড়া রোদ শহরে। হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে ধীরে ধীরে পারদ চড়বে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়।
কোথায় রয়েছে নিম্নচাপ?
বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন ওড়িশার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কাছে রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে তা অনেকটাই দূরে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য কোনও নতুন সতর্কতাও জারি নেই এই মুহূর্তে। তবে আগামী বুধবার পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। যদিও বাংলায় এর প্রভাব খুব একটা পড়বে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।