Bangla News Dunia, Pallab : হার্ট অ্যাটাকের উপসর্গ কেমন হয় ? জানুন ও সাবধান হোন—
১. বুকে ব্যথা বা চাপ:
বুকের মাঝখানে ব্যথা, চাপ,
ভারী ভাব বা জ্বালাপোড়া অনুভূত হওয়া।
আরও পড়ুন : প্রথম চাকরিতে ঢুকলেই মিলবে ১৫ হাজার টাকা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
অনেক সময় এটি “ভারী ওজন চাপা পড়ার মতো”
অনুভূত হয়।
২. ব্যথা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া যেমন
ব্যথা বা অস্বস্তি ঘাড়ে, গলায়,চোয়ালে, কাঁধ, হাত বিশেষ করে
বাম হাত, পিঠে, বা পেটের উপরিভাগে ছড়াতে পারে।
৩. শ্বাসকষ্ট:
৪. প্রচুর পরিমাণে ঘাম হওয়া
৫. বমি বমি ভাব বা বমি।
৬. অত্যন্ত দুর্বলতা, মাথা ঘোরা বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
৭. চিন্তিত বা আতঙ্কিত অনুভব: অনেক সময় হার্ট অ্যাটাকের
সময় মানুষ মৃত্যুভয় বা ভীষণ দুশ্চিন্তা হয়।
৮. অনিয়মিত হৃদস্পন্দন বা বুক ধড়ফড় করা।
৯. হঠাৎ রক্তচাপ কমে যাওয়া।
১০. শরীর ফ্যাকাসে হয়ে যাওয়া ইত্যাদি।
১১. অনেকে কিছু বলা বা বোঝার আগেই মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য সবার সব উপসর্গ হবে এমন নয়। আবার কোন উপসর্গ নাও হতে পারে।
** বুকের মাঝে কোন অস্বস্তি বোধ হলে অবহেলা করবেন না
আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR