অক্টোবর থেকে UPI পেমেন্টের নিয়মে বড় পরিবর্তন, বন্ধ হবে এই ফিচার

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনে বড় পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NCPI)। চলতি বছরের ১ অক্টোবর থেকেই এই পরিবর্তন লাগু হবে। ওই দিন থেকে ইউপিআই-এর মাধ্যমে পারসন-টু-পারসন (P2P) মানি রিকোয়েস্ট পাঠানো যাবে না। এই ফিচারের অপব্যবহার এবং ইউপিআই-এর মাধ্যমে লেনদেন সংক্রান্ত জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

পারসন-টু-পারসন মানি কালেক্ট রিকোয়েস্ট ইউপিআই লেনদেনের একটি ফিচার। যার মাধ্যমে আপনি কাউকে টাকা পাঠানোর আবেদন করা যায়। সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে অনুরোধকারীকে টাকা পাঠানো যায়। এই মানি রিকোয়েস্ট ডিক্লাইন (গ্রহণ না করা) করারও সুযোগ রয়েছে। রেস্তোরাঁর বিল মেটানো হোক বা কারও থেকে টাকা ধার করা— বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে এই ফিচার বেশ কার্যকর। কিন্তু এই ফাঁক গলেই ঢুকে পড়ছে প্রতারকরা। পেমেন্ট রিকোয়েস্টের নামে সাইবার প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন প্রচুর মানুষ। তা রুখতেই এই পদক্ষেপ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার।

অক্টোবর থেকে এক ব্যক্তির ইউপিআই থেকে অন্য ব্যক্তির ইউপিআই-এ মানি রিকোয়েস্ট পাঠানো যাবে না। তবে মার্চেন্ট ট্রানজ়াকশন বা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এই ফিচার বন্ধ হচ্ছে না। তা অক্টোবরের পরও চালু থাকবে। রেলের টিকিট বা কোনও অ্যাপের মাধ্যমে পেমেন্টের সময় এই ধরনের রিকোয়েস্ট আসে। তা আসা বজায় থাকবে। তবে কেবলমাত্র ভেরিফায়েড মার্চেন্ট ইউপিআই আইডি ক্ষেত্রেই এই রিকোয়েস্ট পাঠানোর পরিষেবা বজায় থাকবে।

পারসন-টু-পারসন মানি রিকোয়েস্ট ফিচার বন্ধ হলেও ইউপিআই লেনদেনের অন্য সব ফিচার চালু থাকবে। যেমন কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা, মোবাইল নম্বর বা ইউপিআই আইডি দিয়ে টাকা পাঠানোর সুবিধা আগেও যেমন ছিল, তেমনই থাকবে।

 

আরও পড়ুন:- মাত্র ১২ টাকায় পাবেন ৩ লাখ টাকার সুবিধা। দুর্দান্ত স্কিম চালু করলো এই ব্যাংক

আরও পড়ুন:- ‘গুজরাত ফাইলস করার দম হল না ?’ বিবেককে তোপ কুণালের

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন