মোদির হাতেই কলকাতায় উদ্বোধন হবে তিন মেট্রো রুটের, আমন্ত্রণ পেলেন মমতাও

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আগামী সপ্তাহেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কারণ আগামী ২২ অগাস্ট তাঁর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে তিন নতুন মেট্রো রুটের (Kolkata Metro)। এবার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (CM Mamata Banerjee)। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর তরফে চিঠিটি পাঠানো হয়েছে।

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

তবে সূত্রের খবর, মমতাকে পাঠানো আমন্ত্রণপত্রে রয়েছে বেশ কিছু চমক। পশ্চিমবঙ্গে রেলে কতটা উন্নয়ন হয়েছে, কী কী রেল প্রকল্প হচ্ছে এবং কত টাকা অনুমোদন করেছে রেলমন্ত্রক, সেসবেরই নাকি হিসেব দেওয়া রয়েছে ওই আমন্ত্রণপত্রে।

আগামী ২২ অগাস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদির। সেখান থেকে নতুন তিন মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি জনসভাও রয়েছে তাঁর। এদিকে, রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা-এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) এবং নোয়াপাড়া-জয় হিন্দ (বিমান বন্দর) স্টেশনের মাঝে মেট্রো চলবে। এবার থেকে গ্রিন লাইন ১-এর সঙ্গে জুড়তে চলেছে গ্রিন লাইন ২। অন্যদিকে, ইয়েলো লাইনের সঙ্গে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটাগামী অরেঞ্জ লাইন।মেট্রো রুটের পাশাপাশি হাওড়া (Howrah) মেট্রো স্টেশনের সাবওয়েরও উদ্বোধনের কথা রয়েছে মোদির।

উল্লেখ্য, এনডিএ এবং ইউপিএ শাসনকালে রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে শেষ মুহূর্তে আমন্ত্রণ করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে এবার বিতর্ক এড়াতে আগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। যদিও এই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন