পেটের ক্যান্সারের ৭টি প্রাথমিক লক্ষণ ! সতর্ক হোন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পেটের ক্যান্সার অনেক সময় প্রথম দিকে তেমন বোঝা যায় না। তবে কিছু প্রাথমিক লক্ষণ আছে যেগুলো দেখা দিলে সতর্ক হওয়া দরকার —-

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত

পেটের ক্যান্সারের ৭টি প্রাথমিক লক্ষণ—

1. খাবারের পর অস্বাভাবিকভাবে দ্রুত পেট ভরে যাওয়া – অল্প খেলেই মনে হয় আর খেতে পারছেন না।

2. অবিরাম বদহজম বা অম্বল – সাধারন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরও উপশম না হওয়া।

3. অজ্ঞাত কারণে ওজন কমে যাওয়া – ডায়েট বা ব্যায়াম না করেও দ্রুত ওজন কমা।

4. পেটের উপরের অংশে ব্যথা বা অস্বস্তি – বিশেষ করে খাবারের পর ব্যথা বা চাপ অনুভব হওয়া।

5. বমি বমি ভাব বা বমি – কখনও কখনও বমিতে রক্ত থাকতে পারে।

6. গিলতে সমস্যা হওয়া – খাবার গলার মধ্যে আটকে যাচ্ছে বলে মনে হওয়া।

7. ক্ষুধামন্দা ও দীর্ঘস্থায়ী ক্লান্তি – খেতে ইচ্ছা না করা, শরীরে শক্তি না থাকা।

👉 এগুলো সবসময় ক্যান্সারের জন্যই হবে এমন নয়। গ্যাস্ট্রিক, আলসারসহ অন্যান্য সমস্যাতেও এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তবে যদি কয়েক সপ্তাহ ধরে এসব উপসর্গ থাকে, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হবে।

আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন