Bangla News Dunia, Pallab : পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালিয়েছিল ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ৯টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। আর এই অপারেশন সিঁদুর চলাকালীনই ভারতের আক্রমণের ভয়ে করাচি বন্দর (Karachi Port) থেকে যুদ্ধজাহাজগুলি নিয়ে রীতিমতো পালিয়ে গিয়েছিল পাক নৌবাহিনী (Pak Navy)। সেখান থেকে পালিয়ে তাঁরা লুকিয়েছিল করাচি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইরানের কাছে গদর বন্দরে (Gwadar port)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উপগ্রহ চিত্রের (Satellite image) মাধ্যমে সেই দৃশ্য প্রকাশ্যে আনা হয়েছে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত
গত ৭ মে গভীর রাতে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। এরপর ভারতে পালটা হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তানও। এরই মাঝে ছড়িয়ে পড়ে যে পাকিস্তানের করাচি বন্দরে হামলা চালাতে পারে ভারত। যদিও শেষ পর্যন্ত সেখানে ভারত কোনও হামলা করেনি। কিন্তু ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে করাচি বন্দর খালি করে দিয়েছিল পাকিস্তানের নৌবাহিনী। যুদ্ধজাহাজগুলি নিয়ে স্থানান্তর করা হয়েছিল ইরানের কাছে গদর বন্দরে। উপগ্রহ চিত্রটিতে ধরা পড়েছে যে, করাচি বন্দরে থাকা পাক নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলিকে নৌ ডকইয়ার্ড থেকে সরিয়ে বাণিজ্যিক টার্মিনালে নোঙর করা হয়েছিল। এবং বাকি যুদ্ধজাহাজগুলিকে পাঠানো হয়েছিল গদর বন্দরে।
ভারতের সঙ্গে সংঘাত চলাকালীন পাক নৌবাহিনীর প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ নৌ কমান্ডের প্রাক্তন প্রধান ভাইস অ্যাডমিরাল এসসি সুরেশ বাঙ্গারা। ১৯৭১ সালে পাকিস্তানের করাচি বন্দরে ভারতের হামলার সময় তিনিও অংশ নিয়েছিলেন। তিনি এপ্রসঙ্গে বলেন, ‘ভারত আক্রমণ চালাতে পারে এ বিষয়ে পাকিস্তানের তিনটি বাহিনীরই পূর্ণ সতর্ক থাকা উচিত ছিল। কিন্তু পাকিস্তানের প্রথমসারির যুদ্ধজাহাজগুলিকে তখনও বন্দরে দেখতে পাওয়া তাদের নিম্নমানের অপারেশনাল প্রস্তুতির ইঙ্গিত দেয়।’ তিনি এও উল্লেখ করেন, কোনও অভিযান চলাকালীন নৌবাহিনীর জাহাজগুলিকে বাণিজ্যিক টার্মিনালে নোঙর করা এবং যাত্রীবাহী বিমানের আড়ালে সামরিক বিমান ওড়ানোর প্রবণতা পাকিস্তানের আগের থেকেই রয়েছে।
এদিকে, ভারতের সঙ্গে সংঘাত চলাকালীন একাধিকবার পরমাণু হামলার হুঁশিয়ারি শোনা গিয়েছে পাকিস্তানের নেতা-মন্ত্রীদের মুখে। এমনকি ভারতের সেনাঘাঁটি ধ্বংসের মিথ্যে দাবিও করা হয়েছিল। কিন্তু ভারতের হামলাতেই যে পালটা পাকিস্তানের সেনাঘাঁটি ধ্বংস হয়েছিল তা স্পষ্ট। এবার উপগ্রহ চিত্রের মাধ্যমে ফের একবার পাকিস্তানের লেজ গুটিয়ে পালানোর দৃশ্যই প্রকাশ্যে এল।
আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?