Bangla News Dunia, Pallab : রীতিমতো লুক আউট নোটিশ জারি করে দিল্লি বিমানবন্দর থেকে ব্রাত্য বসুর (Bratya Basu) উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে যাদবপুরের (Jadavpur) প্রাক্তনী তথা স্পেনে কর্মরত গবেষক হিন্দোল মজুমদারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ১৫ অগাস্ট তাকে আদালতে পেশ করে পুলিশ হেপাজতে নিয়েছিল পুলিশ। এমনকি আদালতে এই মেধাবী গবেষককে কলকাতায় আমেরিকান সেন্টারে হামলায় অভিযুক্ত আফতাব আনসারির সঙ্গে তুলনা করেছিলেন সরকারি আইনজীবী। পুলিশ তাঁকে আজ আদালতে পেশ করে জেল হেপাজতের আর্জি জানিয়েছিল। এদিন তাঁকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। ১০০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু SIR ? দেখুন বিস্তারিত
হিন্দোলকে গ্রেপ্তারের পর পুলিশের ভূমিকার সমালোচনায় সরব হয়েছিল বিভিন্ন মহল। যাদবপুরে যখন শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ হয় তখন স্পেনে ছিলেন হিন্দোল। পুলিশের অভিযোগ, স্পেনে বসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ষড়যন্ত্র করে হিন্দোল মজুমদার। হিন্দোলকে আদালতে পেশ সরকারি আইনজীবী হিন্দোলের কার্যকলাপের সঙ্গে আফতাব আনসারির তুলনা করেন। তিনি আদালতে জানান, কলকাতায় আমেরিকান সেন্টারে হামলায় সশরীরে আফতাব উপস্থিত ছিল না। দুবাইয়ে বসে সে ষড়যন্ত্র করে। পুলিশ ঝাড়খণ্ড থেকে অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করার বেরিয়ে আসে ষড়যন্ত্রের তথ্য। পরে দুবাই থেকে আফতাব গ্রেপ্তার হয়। সরকারি আইনজীবীর এহেন যুক্তি নিয়েও সমালোচনার ঝড় বয়ে যায়।
আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?