Bangla News Dunia, Pallab : মর্মান্তিক দুর্ঘটনা আফগানিস্তানে (Afghanistan)। ট্রাক ও মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায় বাসে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ শিশু সহ অন্তত ৭১ জনের।
আরও পড়ুন : চাঁদে মানুষ পাঠাচ্ছে ভারত, ইতিহাস গড়ার পথে ISRO
ইরান (Iran) থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে কাবুলে (Kabul) যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে দাবি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দুর্ঘটনার ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে বাসটিতে দাউদাউ করে আগুন ধরে গিয়েছে।
د اطفايې مسؤلين په ډير ليږ وخت کي د حادثی ځای ته ورسيدل خو متاسفانه په ژغورلو ونه توانيدل pic.twitter.com/cj3RhQc25H
— Ahmadullah Muttaqi | احمدالله متقي (@Ahmadmuttaqi01) August 19, 2025
হেরাত প্রদেশের প্রশাসনের মুখপাত্র মহম্মদ ইউসুফ জাইদি জানান, বাসে থাকা যাত্রীরা পরিযায়ী। ইসলাম কালা থেকে তাঁরা বাসে উঠেছিলেন। গন্তব্যে পৌঁছোনোর আগেই এমন বিপত্তি। ঘটনার তদন্ত চলছে।