Bangla News Dunia, Pallab : আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেত্রী তথা বিধায়ক (BJP MLA) অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তড়িঘড়ি করে বুধবার মাঝরাতে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে (Hospitalized)। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর। সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি নেত্রীকে।
জানা গিয়েছে, বুধবার আসানসোলে একাধিক কর্মসূচি ছিল অগ্নিমিত্রা পালের। কিন্তু আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। এরপর সন্ধ্যেবেলাতেই কলকাতায় ফেরেন তিনি। কিন্তু এক পর্যায়ে অসুস্থতা বাড়তে থাকায় পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
দলে বরাবরই বেশ সক্রিয় থাকেন অগ্নিমিত্রা পাল। নিজের বিধানসভা এলাকা আসানসোল দক্ষিণে নিয়মিত যান তিনি। সম্প্রতি দলের একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাঁকে। কিছুদিন আগে আরজি করের নির্যাতিতার মা-বাবার ডাকা নবান্ন অভিযানেও দেখা গিয়েছিল অগ্নিমিত্রাকে। এদিকে, আগামীকাল কলকাতায় তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দমদমে সভা করার কথাও রয়েছে তাঁর। এই পরিস্থিতিতে মোদির অনুষ্ঠানে অগ্নিমিত্রা উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।