Bangla News Dunia, Pallab : আগামীকাল কলকাতায় তিন মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপর দমদমেও সভা করার কথা রয়েছে তাঁর। কিন্তু এবারেও বঙ্গে মোদির সভায় ডাক পেলেন না বিজেপি নেতা (BJP Leader) দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আমন্ত্রণ পাননি বলে সাফ জানিয়েছেন তিনি।
শুক্রবার মোদির সভাকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। এই সভায় দিলীপ থাকবেন কি না, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এনিয়ে মুখ খুলেছেন খোদ দিলীপই। অভিমানের সুরে তিনি বলেন, ‘আগামীকাল যাব কি না ঠিক করিনি। আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই অন্য কাজে চলে যেতে পারি। দলের কর্মসূচি দল ঠিক করবে। আর আমি কোথায় যাব সেটা আমি ঠিক করি, আমিই ঠিক করব।’ তবে দলের নির্দেশ যে কাজ চালিয়ে যাবেন এদিন তা ফের জানিয়েছেন দিলীপ।
একটা সময়ে বঙ্গ বিজেপির দাপুটে নেতা ছিলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। কিন্তু বর্তমানে দলে কার্যত কোণঠাসা দিলীপ। তবে অমিত শা (Amit Shah) তাঁকে সাংগঠনিক কাজে সক্রিয় করার কথা বলেছিলেন। কিন্তু তারপরেও কোনও পরিস্থিতির পরিবর্তন হয়নি। এনিয়ে দিলীপ বলেন, ‘এটা তো পুরোপুরি পার্টির হাতে। যে যেরকম বলবে, সেরকম করব। আমার কিছু করার নেই।’ দলে নিজের অবস্থান বোঝাতে গিয়ে আক্ষেপের সুরে তাঁর মন্তব্য, ‘আমি রিজার্ভ ফোর্সের মতো থাকি! অর্ডার এলে কাজে নামি।’
উল্লেখ্য, গত মাসে দুর্গাপুরে মোদির সভাতেও আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। সেদিনই যদিও তাঁকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল শীর্ষ নেতৃত্ব। তবে এবারও দমদমের সভায় ডাক পেলেন না দিলীপ। ফলে দলের সঙ্গে দিলীপের দূরত্ব ক্রমশ বাড়ছে, সেটাই আরও একবার কার্যত স্পষ্ট হল।