মাসিক ইনকাম 70,000 ! অভিজ্ঞতাও প্রয়োজন নেই – দারুণ ব্যবসা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে বেকারের সংখ্যা দিনে দিনে হু হু করে বেড়েই চলেছে। ঠিকই সময় অনেকে চায় যাতে ভালো একটি ইনকাম এর আইডিয়া পেতে।অনেকে আবার কাজ না করেই একটু হালকা পুজি করে এই মাসে যাতে ভালো ইনকাম করতে পারে। আজকের প্রতিবেদনে তেমনি এক ব্যবসার আইডিয়া দিতে যাচ্ছি যেখানে আপনি শুধু একবার এই কাজ শুরু করতে পারলেই বসে বসে মাসির ৭০ হাজার টাকা কিংবা তার বেশি আয় করতে পারবেন। শুধু তাই নয় এই আই একেবারে নিশ্চিত কমিশন আকারে আপনি প্রতি মাসে পেয়ে যাবেন। 

তাই সেই উদ্যোগকে মাথায় রেখেই আজকে আমরা এমন একটি সহজ এবং লাভজনক ব্যবসার কথা বলতে যাচ্ছি, যা আপনি খুব অল্প পুঁজিতে শুরু করে ঘরে বসেই মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করতে পারেন। বড় কথা হলো, এই ব্যবসা শুরু করতে আপনার কোনও অভিজ্ঞতার দরকার নেই, এমনকি নিজের হাতে কাজ করতেও হবে না।

এটি হল SBI ATM ব্যবসা

এই ব্যবসাটির নাম হল SBI ATM ফ্রাঞ্চাইজি ব্যবসা। অর্থাৎ, আপনি নিজের জায়গায় একটি SBI ATM বসিয়ে ব্যাংকের সঙ্গে একটি চুক্তিতে কাজ করে মাসিক প্রচুর ইনকাম করতে পারেন। এখনকার দিনে প্রায় প্রত্যেকেরই একটি করে এটিএম কার্ড আছে। অথচ প্রত্যেকটি জায়গায় যথেষ্ট ATM মেশিন নেই। এই অভাবকে কাজে লাগিয়ে আপনি যদি নিজের বাড়ি বা ব্যবসা এলাকায় একটি SBI ATM মেশিন লাগাতে পারেন, তাহলে তা থেকে প্রতিমাসে ভালো আয়ের সুযোগ রয়েছে।

কেন এই ব্যবসা লাভজনক?

  1. প্রচুর চাহিদা: আমরা সকলে জানি মানুষ নগদ টাকা তোলার প্রয়োজনে মানুষ ATM ব্যবহার করেন। বিশেষ করে ব্যস্ত শহর বা বাজার অঞ্চলে একটি ATM সারাদিনে বহুবার ব্যবহার হয়ে থাকে।
  2. কম ঝুঁকি: ব্যবসার ঝুঁকি বলতে গেলে নেই। কারণ ব্যাংক নিজে থেকেই মেশিন বসাবে, মেইনটেন করবে এবং নিরাপত্তার ব্যবস্থাও ব্যঙ্কের হবে।
  3. কম পুঁজি: আরেকটি ভালো বিষয় হলো, এই ব্যবসা শুরু করতে তুলনামূলকভাবে অনেক কম টাকায় শুরু করা যায়।
  4. কাজের অভিজ্ঞতা দরকার নেই: আপনাকে নিজে ATM চালাতে হবে না। শুধু জায়গা ও কিছু নথিপত্র দিলেই যথেষ্ট।

কীভাবে আয় হয়?

SBI বা তাদের নির্ধারিত সংস্থা (যেমন: Tata Indicash, India1, Muthoot ATM ইত্যাদি) প্রতি ট্রানজ্যাকশনের ভিত্তিতে আপনাকে কমিশন এর মাধ্যমে ইনকাম দিবে।

উদাহরণস্বরূপ ধরুন:

  • প্রতি ক্যাশ উইথড্রয়াল ট্রানজাকশনে ₹৮–₹১৫ পর্যন্ত কমিশন দেওয়া হয়ে থাকে
  • প্রতি ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্টে ₹২–₹৫ পর্যন্ত কমিশন দেওয়া হবে

প্রতি দিনে যদি গড়ে ৩০০টি ট্রানজাকশন হয়, তাহলে মাসে আপনি ৬০,০০০ টাকা বা তার বেশি উপার্জন করতে পারেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন