Bangla News Dunia, Pallab : ভোটার তালিকা একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণভিত্তি। অবশেষে পশ্চিমবঙ্গের শুরু হতে যাচ্ছে এই ভোটার তালিকা সংশোধন অর্থাৎ SIR। এর ফলে পশ্চিমবঙ্গের জনসাধারণ চিন্তিত। কিন্তু এই সংশোধনের কথা শুনে কেন সবাই ভয় পাচ্ছে? কি কি ডকুমেন্টস না থাকলে আপনার নাম বাদ চলে যেতে পারে? সম্প্রতি বিহারে শুরু হয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা (Special Intensive Revision – SIR), যা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে কি করলে আপনার নাম থাকবে এবং কেন আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড গ্রহণযোগ্য হবে না চলুন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
কোন কোন নথি চাই? (১১টি নথির তালিকা)
নির্বাচন কমিশন মোট ১১টি নথি নির্ধারণ করেছে, যেগুলির ভিত্তিতে প্রকৃত ভোটার হিসেবে নাম রাখা হবে। এই ১১ টি নথির মধ্যে যে কোন একটি নথি যদি আপনার থেকে থাকে তাহলে আপনার কোন চিন্তা নেই।
নং | প্রযোজ্য নথি | বিস্তারিত ব্যাখ্যা |
---|---|---|
১ | সরকারি কর্মচারীর পরিচয়পত্র | কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য প্রযোজ্য |
২ | ১ জুলাই ১৯৮৭ সালের আগের সরকারি নথি | ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC-এর কাগজও গ্রাহ্য |
৩ | জন্মসনদ | জন্মের প্রমাণ হিসেবে |
৪ | বৈধ পাসপোর্ট | নাগরিকত্ব যাচাইয়ের ভিত্তি |
৫ | শিক্ষাবোর্ড/বিশ্ববিদ্যালয়ের সনদ | যেখানে জন্ম তারিখ উল্লেখ আছে |
৬ | স্থায়ী বসবাসের শংসাপত্র | সংশ্লিষ্ট রাজ্য/এলাকার |
৭ | তফসিলি জাতি, উপজাতি বা ওবিসি শংসাপত্র | সামাজিক শ্রেণির ভিত্তিতে |
৮ | এনআরসি তালিকায় নাম | যাদের নাম আছে |
৯ | বনাঞ্চল অধিকারের শংসাপত্র | নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য |
১০ | পারিবারিক রেজিস্টার | রাজ্য বা স্থানীয় প্রশাসনের প্রস্তুত করা |
১১ | সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি | দলিল, পর্চা ইত্যাদি |