দিল্লি থেকে বাংলার জন্য পাঠানো টাকা লুঠ হচ্ছে: মোদি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের উন্নয়নে কেন্দ্র সবসময় সাহায্য করেছে। দিল্লি থেকে পাঠানো টাকা লুঠ হচ্ছে। শুক্রবার দমদমে রাজনৈতিক সভা থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দিল্লির (Delhi) পাঠানো টাকা তৃণমূলের ক্যাডারদের পেছনে খরচ করা হচ্ছে বলে মন্তব্য করেন নমো।

মোদি বলেন, এই জন্য জনকল্যাণে পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ। আগে ত্রিপুরা, অসমে এই হাল ছিল। যবে থেকে বিজেপি সরকার এসেছে গরিব কল্যাণ যোজনার লাভ ওই দুই রাজ্য পাচ্ছে। বাংলার জন্য রেলে বরাদ্দ ৩ গুণ বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। তৃণমূলের সমালোচনায় সরব হয়ে মোদি বলেন, ‘তৃণমূল গেলেই বাংলায় আসল পরিবর্তন আসবে।’

কেন্দ্রের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির কথা পর পর বলেন মোদি। তারপর বলেন, ‘প্রথমে কংগ্রেস, তারপর বামেদের শাসন দেখেছে বাংলা। ১৫ বছর আগে আপনারা মা-মাটি-মানুষে বিশ্বাস করে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাতে আগের চেয়ে পরিস্থিতি আরও খারাপ হল। ‘ক্রাইম’ এবং ‘কোরাপশন’ টিএমসি সরকারের পরিচিতি। এটা পাকা যে, যতদিন বাংলায় তৃণমূলের সরকার থাকবে, তত দিন বাংলায় উন্নয়ন থমকে থাকবে। তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন আসবে। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে।’

এদিন ‘ভারত মাতাকি জয়’ বলে বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর বাংলায় বলেন, ‘বড়রা আমার প্রণাম নেবেন। ছোটরা ভালবাসা।’ দক্ষিণেশ্বর, কালীঘাট, করুণাময়ী কালী মন্দির, দমদম বালাজি মন্দিরের সহ স্থানীয় বেশ কিছু মন্দিরের নাম বলে প্রণাম জানান নমো। তিনি বলেন, ‘আমি এমন সময়ে কলকাতা এলাম যখন দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কুমোরটুলিতে প্রতিমা গড়া চলছে। এর সঙ্গে যখন উন্নয়ন জুড়ে যায়, খুশি তখন দ্বিগুণ হয়ে যায়।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন