৪ লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে ! পরিসংখ্যান তুলে ধরে রাজ্যকে ‘তোপ’ শুভেন্দুর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : এখনও পর্যন্ত ৪ লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক (Bangladeshi Pushbback) করা হয়েছে। পরিসংখ্যান তুলে ধরে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু। সেখানেই এই তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘আমি ভারত সরকার এবং বিএসএফকে ধন্যবাদ জানাব। ইতিমধ্যেই ৪ লক্ষ বাংলাদেশিকে পুশব্যাক করেছে তাঁরা। পাশাপাশি ধন্যবাদ জানাব বাংলাদেশের সীমান্তরক্ষী বা বিজিবি কেউ। কারণ তাঁরা ওই বাংলাদেশিদের নিতে বাধ্য হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি যতটুকু জানি, বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর ও বিজিবির কর্তারা ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। কেন্দ্র বাংলাদেশি প্রতিনিধিদের জানিয়েছিল যে, ভিসা থাকলে কাউকে পুশব্যাক করা হবে না। এরপরই কেন্দ্র বিজিবির হাতে একটি তালিকা তুলে দেয়। তারপর তাঁরা সেই অনুযায়ী ওই অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।’

এরপরই রাজ্য সরকারের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পোষণের অভিযোগ তোলেন বিজেপি নেতা। তিনি বলেন, ‘বেশিরভাগ পুশব্যাক হয়েছে গুজরাট, হরিয়ানা সহ দক্ষিণের বেশ কয়েকটি রাজ্য থেকে। সবচেয়ে বেশি গ্রেপ্তার ও হয়েছে মহারাষ্ট্র থেকে। কিন্তু বাংলার সরকার এসবে নেই।’ ভোটব্যাংকের স্বার্থে বাংলার সরকার এবিষয়ে কেন্দ্রকে সহযোগিতা করছে না বলে অভিযোগও করেছেন তিনি।

এখানেই থামেননি শুভেন্দু। এরপরই তাঁর দাবি, ২০১৬ সাল থেকে রাজ্যের কাছে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি চাওয়া হলেও এখনও দেয়নি। বিরোধী দলনেতার কথায়, ‘বাংলাদেশের সঙ্গে ভারত ৪ হাজার কিলোমিটার সীমান্ত ভাগ করে। যার মধ্যে ২ হাজার ২০০ কিলোমিটার পরে বাংলার মধ্যে। কিন্তু এর মধ্যে আবার ৫৪০ কিলোমিটার অংশের জন্য রাজ্যের থেকে জমি চেয়েছে কেন্দ্র। কিন্তু এই সরকার দিচ্ছে না। যার জেরে বিগত এক দশকে বাংলায় প্রচুর বাংলাদেশি অবৈধভাবে ঢুকে পড়েছে।’

উল্লেখ্য, সম্প্রতি ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করার অভিযোগ উঠেছে। এনিয়ে প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উলটে কেন্দ্রের বিরুদ্ধেই বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি। এবার বাংলাদেশিদের পুশব্যাকের তথ্য সামনে এনে পালটা রাজ্য সরকারকেই তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন