Bangla News Dunia, Pallab : রাশিয়া থেকে ভারত তেল কেনায় আপত্তি মার্কিন প্রেসিডেন্টের। সেই রাগ মেটাতেই বিভিন্ন পন্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছে আমেরিকা। ট্রাম্পের যুক্তি, রাশিয়া থেকে ছাড়ের দামে তেল কিনে মস্কোর ইউক্রেন যুদ্ধে অর্থ জোগাচ্ছে দিল্লি। যদিও ট্রাম্পের এই অভিযোগ অস্বীকার করেছে ভারত। এই পরিস্থিতিতে আমেরিকাকে পালটা দিয়েছে ভারতও। রবিবার রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার সাফ জানিয়েছেন, রাশিয়া ছাড়াও যেখান থেকে সবচেয়ে ভাল দামে তেল পাবে, ভারত সেখান থেকেই কিনবে। তাঁর বক্তব্য, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিনয় কুমার বলেন, ‘ভারতের তেল কেনাবেচা পুরোপুরি বাণিজ্যিক কারণে হয়। ভারতীয় সংস্থাগুলি যেখান থেকে ভাল দামে তেল পাবে, সেখান থেকেই কিনবে। আমাদের উদ্দেশ্য ১৪০ কোটি মানুষের জ্বালানি সুরক্ষা নিশ্চিত করা। আর রাশিয়া-সহ বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতেও সাহায্য করেছে।’
তাঁর কথায়, ‘ভারত কেবল রাশিয়ার সঙ্গেই নয়, আরও নানা দেশের সঙ্গেই এইভাবে লেনদেন করে থাকে। এমনকি আমেরিকা এবং ইউরোপের দেশগুলিও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে।’
এই নিয়ে এখনও কোনও পাল্টা মন্তব্য আসেনি। তবে, কূটনীতিকরা মনে করছেন, এমন পরিস্থিতিতে আমেরিকাকে দেওয়া এই দৃঢ় বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।