তৃণমূল বিধায়কের বাড়িতে ইডি হানা , প্রবল চাপে মমতা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় ফের রাজ্যজুড়ে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED)। কলকাতা সহ একাধিক জেলায় সোমবার সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। ইডির একটি করে টিম গিয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমেও।

এদিন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)-র বাড়িতে সাতসকালে পৌঁছে গিয়েছে তদন্তকারীদের একটি দল। বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। অন্যদিকে, বীরভূমের সাঁইথিয়ায় ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মায়া সাহার বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। মায়া সম্পর্কে জীবনকৃষ্ণের পিসি। এসএসসি (SSC) নিয়োগ মামলায় জীবনকৃষ্ণের নাম আগেই জড়িয়েছিল। তাঁকে গ্রেপ্তার করেছিল সিবিআই। বর্তমানে তিনি জামিনে মুক্ত। কলকাতাতেও একাধিক জায়গায় ইডি’র অভিযান চলছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

নিয়োগ মামলায় ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তার আগে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। অভিযোগ, তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য জীবনকৃষ্ণ নিজের দু’টি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। দীর্ঘ তল্লাশির পর তা উদ্ধার করা হয়। জীবনকৃষ্ণর বিরুদ্ধে অভিযোগ ছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিজের এলাকার বহু মানুষের চাকরির জন্য সুপারিশ করেছিলেন তিনি। মোটা টাকার বিনিময়ে সেসব চাকরি দেওয়া হয়েছিল। সিবিআইয়ের পর এবার ইডির নজরে তৃণমূল বিধায়ক। জানা যাচ্ছে, সম্প্রতি এই মামলায় বোলপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। তাঁর সূত্র ধরে জীবনকৃষ্ণ নিয়োগ দুর্নীতির আরও কোনও মামলায় জড়িত কিনা সেটাই জানার চেষ্টা চলছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন