Bangla News Dunia, Pallab : প্রযুক্তিতে এগিয়ে চলেছে ভারত। ইসরোর মুকুটে জুড়ছে একের পর এক নতুন পালক। তাই এবার স্কুলে স্কুলে মহাকাশ বিজ্ঞান (Space Science) পড়ানোয় জোর দিচ্ছে সরকার। আর তার জন্যই প্রস্তুত করা হচ্ছে নীতিমালা। দেশের ছাত্রছাত্রীদের আগামী দিনের জন্য প্রস্তুত করে তোলার জন্য বর্তমানে মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান পড়ার প্রয়োজনীয়তা দেখছে শিক্ষা মন্ত্রক। আর সেই অনুযায়ী সাজানো হচ্ছে পরিকল্পনা।
NCERT Launches Space Science In School Syllabus
১৯৬২ সালে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ভারতে মহাকাশ গবেষণা কেন্দ্রের রূপরেখা তৈরি করেছিলেন বিজ্ঞানী বিক্রম সারাভাই। গড়ে ওঠে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। যে সংস্থাটি ১৯৬৯ সালে নাম বদলে হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন বা ইসরো (ISRO).
১৯৭৫ সালের প্রথম উপগ্রহ ‘আর্যভট্ট’ থেকে শুরু করে ২০১৩ সালের নভেম্বরে ‘মঙ্গলযান’ সফল উৎক্ষেপণ। ২০২৪ সালে প্রথম চেষ্টায় সফল ভাবে মঙ্গলের কক্ষপথে স্থাপন, ২০২৫ শুভ্রাংশু শুক্লার সফল মহাকাশ সফর ইসরোর ৫০ বছরের ইতিহাসে একাধিকবার সাফল্যের মুকুট পড়েছে ইসরো।
ভারতে বসবাসকারী ছেলেমেয়েদের এই বিজ্ঞান সম্পর্কে আরও শিক্ষিত করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে এনসিইআরটি (NCERT Syllabus). ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির স্কুল পড়ুয়াদের জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ মডিউল। তাতে উল্লেখ রয়েছে ইসরোর কার্যক্রম, আগামীদিনে কী ধরনের অভিযান হতে চলেছে, সেই সমস্ত বিষয়ে।