Bangla News Dunia, Pallab : দেশের ছাত্র-ছাত্রীদের জন্য ভাল খবর। এবার পড়াশোনার পথে প্রতিবন্ধকতা দূর হবে। শুরু হয়েছে Dr BR Ambedkar Scholarship এর আবেদন গ্রহণ। অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাকাউন্টেও ঢুকবে কড়কড়ে ২৫০০০ টাকা। তবে সমস্ত স্কলারশিপের মতো এক্ষেত্রেও আছে নির্দিষ্ট নিয়ম কানুন। তাই আপনারা যদি এই বৃত্তির সুবিধা পেতে চান তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ে নিতে হবে।
Dr BR Ambedkar Scholarship 2025
দেশের তপশিলি ও অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি তরফে বিভিন্ন ধরনের বৃত্তি প্রকল্প চালু হয়েছে (SC ST OBC Scholarship). তার মধ্যে অন্যতম একটি বৃত্তি হল আম্বেদকর স্কলারশিপ (Dr BR Ambedkar Scholarship). যে সকল ছাত্র-ছাত্রীরা মেধাবী অথচ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, তাঁদের জন্য অনবদ্য এই বৃত্তিটি। Doctor Ambedkar Scholarship যারা পেতে চাইছেন, সত্বর নিজের আবেদন জমা করুন।
Dr Ambedkar Scholarship-এর সুবিধা
ভারতীয় ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা পাবেন। বিভিন্ন প্রান্তে থাকা মেধাবী শিক্ষার্থীরা যারা মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, ভাবছেন উচ্চশিক্ষার খরচ কিভাবে সামলাবেন, তাঁদের জন্য মুশকিল আসান হতে পারে ডক্টর আম্বেদকর স্কলারশিপ।
বিশেষ করে দেশের তপশিলি জাতি ও উপজাতি অনগ্রসর শ্রেণীভুক্ত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বৃত্তি প্রকল্প এটি (SC, ST OBC Scholarship). যে সকল শিক্ষার্থী মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণী ও উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণী পরীক্ষায় ভালো ফল করেছেন তাঁরা অনায়াসেই এই বৃত্তি প্রকল্পের জন্য আবেদন জমা করতে পারেন।
Dr Ambedkar Scholarship-এর যোগ্যতা
এই স্কলারশিপ পাওয়ার জন্য একজন শিক্ষার্থীর কি কি যোগ্যতা থাকতে হবে? আসুন দেখে নেওয়া যাক।
- আবেদনকারী শিক্ষার্থীকে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো ফল করে থাকতে হবে।
- আবেদনকারী শিক্ষার্থীর অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
- মাধ্যমিকের ফলের ক্ষেত্রে গ্রামীন এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের ৬০ শতাংশ এবং শহরে এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ নম্বর লাগবে।
- আর উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে গ্রামীন এলাকায় বসবাসকারীদের জন্য ৭০% ও শহুর এলাকায় বসবাসকারীদের জন্য ৭৫ শতাংশ নম্বর লাগবে।
- আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক আয় বছরে চার লক্ষ টাকার কম হতে হবে।
কত টাকার আর্থিক সাহায্য পাওয়া যাবে?
Dr BR Ambedkar Scholarship এর ক্ষেত্রে একজন শিক্ষার্থী তাঁর শ্রেণী বা কোর্স অনুযায়ী আর্থিক সহায়তা পাবেন। আবেদনরত শিক্ষার্থী যদি মাধ্যমিক পাস করেন তাহলে ৮ হাজার টাকা পাবেন। আর যদি তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন তাহলে ১২ হাজার টাকা পাবেন। আর যে সকল শিক্ষার্থীরা গ্রাজুয়েশন পাশ করবেন তারা ২৫ হাজার টাকা পাবেন।
স্কলারশিপের জন্য আবেদন করবেন কিভাবে?
Dr BR Ambedkar Scholarship এর জন্য কিভাবে আবেদন করবেন, আসুন স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি পূরণ করে নিতে হবে। আবেদনপত্র সঠিক তথ্য উল্লেখ করুন। সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি সাবমিট করুন।
- একবার চেক করে নিয়ে আপনার আবেদন জমা করে দিন।
কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে?
আবেদন জানানোর সময় আপনাকে কিছু নথি জমা করতে হবে। আর সেগুলি হল নিম্নলিখিত। ডকুমেন্ট হিসেবে জমা দিন, আবেদনকারীর আধার কার্ড, দশম শ্রেণীর মার্কশিট, শিক্ষার্থীর দ্বাদশ শ্রেণীর মার্কশিট, বাসিন্দা প্রমাণপত্র, উক্ত শিক্ষার্থীর ব্যাংকের পাসবুকের ছবি, শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর, তাঁর পারিবারিক আয় প্রমাণপত্র, রেশন কার্ড ইত্যাদি।
স্কলারশিপে আবেদনের সময়সীমা
Doctor Ambedkar Scholarship এর আবেদন গ্রহণ শুরু হয়েছে এই বছরের ১৫ আগস্ট ২০২৫ থেকে। স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে ২৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের আবেদন জমা করুন।