Bangla News Dunia, Pallab : SC/ST/OBC সার্টিফিকেটে নিজের নাম ভুল আছে বাবার নাম ভুল আছে, তাহলে শংসাপত্র নিন কীভাবে কাস্ট সার্টিফিকেট ভুল সংশোধন করবেন (কাস্ট সার্টিফিকেট সংশোধন)। আপনার কাস্ট সার্টিফিকেট হাতে লেখা বা ডিজিটেশন – নাম বা বাবার নাম ভুল থাকলে তা অবশ্যই সংশোধন করতে হবে।
SC/ST/OBC সার্টিফিকেট চাকরির সংরক্ষণ থেকে শুরু করে গঠনে এই নথির গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয় স্ক্লারশিপ টাকা পেতেও এর পরে SC/ST/OBC সার্টিফিকেট। কিন্তু কাস্ট সার্টিফিকেটে নাম ভুল থাকলে পাশে থাকার সমস্যা হয়। এর জন্য অবশ্যই কাস্টটিফিকেটে ভুল নাম সংশোধন করা অত্যন্ত জরুরি।
তাহলে পরিস্থিতি নিন আজকের প্রতিবেদনে, কিভাবে জাত শংসাপত্রের মধ্যে নিজের ভুল নাম সংশোধন (কাস্ট সার্টিফিকেটের নাম সংশোধন) করবেন। আরও বাবার নাম ভুল সংশোধন (বর্ণ শংসাপত্র পিতার নাম সংশোধন) কিভাবে করতে হবে। এরজন্য কি কি ডকুমস এর প্রয়োজন পরে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজ রিপোর্টে।
SC/ST/OBC শংসাপত্রের নাম সংশোধন নথি প্রয়োজনীয় / SC/ST/OBC টিফিকেটে ভুল সার্টিফিকেট সংশোধন করতে কি কি ডকুমস কি?
১) আবেদনপত্র / দরখা
২) আধার কার্ড
৩) নোটার কার্ড
৪) সার্টিফিকেট / মিডিয়াক এডমিট কার্ড
৫) অরিজিনাল কাস্ট সার্টিফিকেট
৬) ১ কপিপোর্ট সাইজার কালার ফটো
৭) আবাসিক সার্টিকেট (এসডিও) অথবা আবাসিক সার্টিফিকেট (বিডিও)।
SC/ST/OBC সার্টিফিকেট পিতার নাম সংশোধনের নথি প্রয়োজনীয় / SC/ST/OBC সার্টিফিকেটে বাবার নাম ভুল সংশোধন করতে কি ডকুমস কি?
১) দরখাস্ত / আবেদন
২) আধার কার্ড
৩) চিঠির কার্ড
৪) সার্টিফিকেট / মিডিয়াক এডমিট কার্ড
৫) অরিজিনাল কাস্ট সার্টিফিকেট
৬) ১ কপিপোর্ট সাইজার কালার ফটো
৭) আবাসিক শংসাপত্র (এসডিও) অথবা আবাসিক সার্টিফিকেট (বিডিও)
৮) বাবার একটি ডকুমেন্ট – ভোটার কার্ড / আধার কার্ড / রেশন কার্ড।
কাস্ট সার্টিফিকেটে নিজের নাম ও বাবার নাম ভুল সংশোধন পদ্ধতিঃ
জাতিরগত শংগপত্র সার্টিফিকেটে নাম বা বাবার নাম – ভুল থাকলে তা সংশোধন করতে হবে অফলাইনে। এরজন্য বিশ্বের আপনাকে একটি দরখাস্ত করতে হবে, নিজের নাম ভুল থাকলে দরখাস্তবেন ও বাবার নাম ভুল হলে দরখাস্ত হবেন, তার নমুনা দরখাস্ত ডাউন লিংক দেওয়া হয়েছে। স্থানীয় থেকে দরখাস্ত ডাউনলোড করতে পারবেন। উপরিত ন সহকারে নিকটবর্তী উল্লেখ BDO SDO অফিসে জমা দিতে হবে। কয়েকদিন পর অফিসে যোগাযোগ করুন সার্টিফিকেট সংশোধন করা, অন্য অনলাইন এর অফলাইন থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।