Bangla News Dunia, Pallab : ভারতের নাগরিক জীবনে আধার কার্ড এখন কেবলমাত্র একটি ডকুমেন্টস নয়, বরং প্রতিদিনের এক অপরিহার্য দলিল হয়ে দাড়িয়েছে। ব্যাংকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে রেশন তোলা, স্কুলে ভর্তি হতে এমনকি বর্তমানে ট্রেন টিকিট কাটা কিংবা সরকারি সুবিধা পাওয়া—সবকিছুতেই আধার কার্ড বাধ্যতামূলক হয়ে উঠেছে। ঠিক এই মুহূর্তে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তর আধার কার্ড ব্যবস্থায় একাধিক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। এসব পরিবর্তন নাগরিকদের অনেক বড় ঝামেলা থেকে মুক্তি দিতে চলেছে পাশাপাশি পুরো আধার ব্যবস্থাকে করবে আরও ডিজিটাল, দ্রুত এবং নিরাপদ করবে বলে জানা যায়।
এই প্রতিবেদনে আমরা জানবো আধার কার্ড সংক্রান্ত নতুন নিয়মগুলো কী কী, কীভাবে ঘরে বসে আধার আপডেট করতে পারবেন, নতুন অ্যাপের ভূমিকা কী, সম্পত্তি কেনাবেচায় আধার বাধ্যতামূলক হওয়া কেনো, এবং এর ফলে সাধারণ মানুষ কী কী সুবিধা পেতে চলেছেন।
আধার কার্ড আপডেট ঘরে বসে, লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই
আগে যেখানে আধার কার্ডে যদি নাম, ঠিকানা, জন্মতারিখ বা মোবাইল নম্বরে কোনো ভুল হত, তাহলে নাগরিকদের নির্দিষ্ট আধার সেন্টারে গিয়ে সংশোধনের জন্য আবেদন করা যেত। আর শুধু তাই নয় সেখানে আবেদন জমা দিয়ে অপেক্ষা করতে হত দীর্ঘ সপ্তাহের পর সপ্তাহ। কোনো কোনো দেখা যেত প্রায়শই ভুল তথ্য চলে আসছে অথবা কাগজপত্রের কারণে আবেদন বাতিল হয়ে যাচ্ছিল।
কিন্তু বর্তমানে UIDAI-এর নতুন নিয়ম অনুযায়ী, এখন নাগরিকরা ঘরে বসেই নিজের আধার তথ্য আপডেট করাতে পারবেন। শুধুমাত্র বায়োমেট্রিক (আঙুলের ছাপ এবং চোখের আইরিস স্ক্যান) পরিবর্তনের জন্য আধার সেন্টারে যেতে হবে অন্যথায় নয় অর্থাৎ নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর ইত্যাদি আপডেট এখন সরাসরি অনলাইনে করতে পারবেন।
সরকারি ডেটাবেস থেকেই স্বয়ংক্রিয় আপডেট করা হবে তথ্য
এক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন হলো, নাগরিকদের আর আলাদা করে কোন নথির ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন নেই। UIDAI দপ্তর জানিয়েছে, জন্মসনদ, স্কুল-কলেজের সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এমনকি বিদ্যুৎ বিলের মতো নথি ইতিমধ্যেই সরকারি ডেটাবেসে সংরক্ষিত করা হয়েছে। তাই এই ডেটা থেকেই সরাসরি যাচাই করে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আপডেট করতে পারবেন।
এই পদক্ষেপটি একদিকে যেমন সাধারণ মানুষের সময় সঞ্চয় করবে, তেমনি ভুল তথ্য জমা দেওয়ার সম্ভাবনাও অনেক কমবে। একাধিক উৎস থেকে তথ্য যাচাই করার ফলে ভুয়ো আধার বা জালিয়াতির সম্ভাবনা প্রায় শূন্য হবে।
আধার অ্যাপের মাধ্যমে QR কোডে পরিচয় যাচাই পদ্ধতি
জানা যায়, UIDAI যে নতুন আধার অ্যাপ আনতে চলেছে, সেটিতে থাকবে এক অত্যাধুনিক QR কোড ফিচার সুবিধা। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা চাইলে তাঁদের আধার কার্ডের তথ্য আংশিক (Masked Aadhaar) অথবা সম্পূর্ণভাবে QR কোড আকারে শেয়াও করতে পারবেন। QR কোড স্ক্যান করেই প্রতিষ্ঠিত সংস্থাগুলি কিংবা হোটেল, রেল স্টেশন বা সরকারি অফিসে পরিচয় যাচাই করার পদ্ধতি চালু করা হবে।
এই পদ্ধতিতে নাগরিকদের আর ফিজিক্যাল আধার কার্ড সঙ্গে বহন করার প্রয়োজন থাকবেনা। শুধু স্মার্টফোন থাকলেই যথেষ্ট হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তথ্য শেয়ারের পুরো নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতের মুঠোয়। কবে, কোথায়, কার সঙ্গে তথ্য শেয়ার করবেন তা নাগরিক নিজেই নির্ধারণ করতে পারবে। এর ফলে তথ্য চুরি বা অপব্যবহারের আশঙ্কা অনেকটাই কমে যাবে।
ঘরে বসেই আধার সংশোধনের জন্য আসছে নতুন অ্যাপ পরিষেবা
এদিকে UIDAI ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে প্রায় ২,০০০ মেশিনে আধার আপডেট অ্যাপ ইনস্টল করেছে বলে জানা যায়। পরবর্তী ধাপে, এই অ্যাপটি প্রত্যেক নাগরিকের মোবাইলে পৌঁছে দেওয়ার কাজ করা হবে। অ্যাপটির মাধ্যমে ঘরে বসেই আধার সংশোধন করা , তথ্য যাচাই করা , ডকুমেন্ট ভেরিফিকেশন সবকিছুই সম্ভব হয়ে থাকবে।
এর ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনও প্রয়োজন হবে না। এক ক্লিকে আধার আপডেট ও যাচাই করতে পারবেন একেবারে সহজ ও সুরক্ষিত ভাবে।