১০ বছর হলেই বাতিল হবে প্যান কার্ড ! কী বলছে আয়কর দফতর ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমান সময়ে ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে আয়কর (Income Tax) জমা, সবকিছুর জন্য প্যান কার্ড (PAN Card) গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তবে বহু মানুষের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায় যে, প্যান কার্ড কি ১০ বছরের বেশি ব্যবহার করা যায় না? অনেকেই মনে করেন যে, ১০ বছর পূর্ণ হয়ে গেলে কার্ড বাতিল হয়ে যায়। তবে আসল সত্যিটা আজকের প্রতিবেদনে জানিয়ে দেব। 

প্যান কার্ডের গুরুত্ব 

জানিয়ে রাখি, প্যান কার্ডের সম্পূর্ণরূপ হল পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার (PAN-Permanent Account Number)। আর এটি একটি ১০ অঙ্কের আলফা নিউমোনিক নাম্বার, যেটি বর্ণ এবং সংখ্যার মিশ্রণ। কেন্দ্রীয় আয়কর দপ্তর মূলত করদাতাদের এই ইউনিক নাম্বার বরাদ্দ করে। আর একবার প্যান কার্ড পাওয়া মানেই সেই কার্ড সারা জীবনের জন্য কার্যকর থাকে।

আয়কর আইন কী বলছে?

আয়কর দপ্তর এখনো পর্যন্ত ১৯৬১ সালের আয়কর আইন মেনে প্যান কার্ড বিলি করে থাকে। আর সেই আইনে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে, একজন ব্যক্তি জীবনে একবারই একটি প্যান নাম্বার পাবেন। আর এই নাম্বারের কোনো মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রশ্ন থাকেই না। অর্থাৎ ১০ বছর, ২০ বছর কিংবা আজীবন, একবার প্যান কার্ড পেলে তা সারা জীবন কার্যকর থাকবে

PAN কার্ডে কী কী বদলানো যায়?

তবে প্যান কার্ডধারীরা চাইলে তাঁদের ব্যক্তিগত কিছু তথ্য আপডেট করতে পারে। যেমন বাড়ির ঠিকানা কিংবা নাম, ছবি বা সিগনেচার। কিন্তু এর ফলে প্যান নাম্বার বদলাবে না। অর্থাৎ, আগের নাম্বারই সারা জীবন একই থাকবে।

আবার অনেকেই ভুলে একাধিক প্যান কার্ড তৈরি করে ফেলে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, একাধিক প্যান কার্ড রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এর জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে আয়কর দপ্তর।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন