বিনা সুদে 5 লক্ষ লোন ! ব্যবসা করতে কেন্দ্র সরকারের বিরাট উদ্যোগ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আমাদের দেশে আজও বহু পরিবার রয়েছেন যারা অর্থনৈতিক দিক থেকে দিনে দিনে পিছিয়ে পড়ছেন। তবে এই পরিস্থিতি বদলাতে নানা সময়ে কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলাদের জন্য বিশেষ সুবিধা চালু করেই চলেছে। তারই একটি ব্যতিক্রমী উদ্যোগ হল “লাখপতি দিদি সুবিধা”। এই উদ্যোগের মাধ্যমে মহিলারা শুধুমাত্র নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন না, বরং নিজেদের উদ্যোগে ব্যবসাও শুরু করতে পারবেন খুব সহজেই ।

এক্ষেত্রে বিশেষ বিষয় হল, এই উদ্যোগে মহিলারা সুদ ছাড়াই ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে । এই সুযোগ যে কোনও সাধারণ পরিবারের জন্য এক বড় আশীর্বাদ হতে চলেছে। চলুন এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক।

কী এই লাখপতি দিদি উদ্যোগ?

“লাখপতি দিদি কর্মসূচি” একটি কেন্দ্র সরকার অনুমোদিত উদ্যোগ, যা ২০২৩ সালের ১৫ আগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিন চালু করা হয়। এই উদ্যোগেট মূল উদ্দেশ্য হল দেশের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী সাবলীল করা। এই উদ্যোগ মাধ্যমে মহিলারা নিজেদের দক্ষতা বিকাশের ট্রেনিং পাবেন এবং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিবে।

এই উদ্যোগটির মাধ্যমে মহিলাদের একটি স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত করে, তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে সাহায্য করা হয়ে থাকে। ট্রেনিং এর পাশাপাশি মহিলারা সুদমুক্ত ঋণও পাবেন ব্যবসা শুরু করার জন্য।

কেন চালু করা হয়েছে এই সুবিধা?

কেন্দ্র সরকার বহুদিন ধরেই স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্য লক্ষ্য নিয়েছে। এর মধ্যে মহিলাদের ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। বহু গ্রামীণ পরিবারে এখনও পুরুষদের উপার্জনের উপরেই নির্ভর করে থাকে। এর ফলে নারীরা অনেক ক্ষেত্রেই শিক্ষিত ও সক্ষম হওয়া সত্ত্বেও  আরও পিছিয়ে পড়ে যায়।

এই সমস্যা সমাধানের লক্ষ্যে “লাখপতি দিদি উদ্যোগ” চালু হয়েছে, যাতে—

  • মহিলারা নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং কিছু করতে পারেন
  • পরিবারে অর্থনৈতিক অবদান রাখতে পারবে
  • সমাজে নিজের আত্মবিশ্বাস বাড়াতে পারবে

এই উদ্যোগে কী সুবিধা পাওয়া যাবে?

এই প্রকল্পে অংশগ্রহণকারী মহিলারা পাবেন একাধিক সুবিধা, যেমন—

  •  ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব
  • কোনও প্রকার সুদ জমা দিতে হবে না 
  •  নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সরকারি সহায়তা পাবেন
  • স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং (দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ)
  • ব্যাংকের মাধ্যমে সরাসরি টাকা পাওয়ার ব্যবস্থা থাকছে

এই সুবিধাগুলির মাধ্যমে একজন সাধারণ গৃহবধূও হয়ে উঠতে পারেন একজন নতুন উদ্যোক্তা।

কারা এই উদ্যোগে আবেদন করতে পারবেন?

এই উদ্যোগে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত রয়েছে। যেমন—

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে 
  • আবেদনকারী অবশ্যই হতে হবে মহিলা 
  • বয়স ideally ১৮ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে
  • স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) সদস্য হওয়া দরকার
  • কোনও প্রকার ব্যাংক ঋণ খেলাপি হলে হবেনা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন