ভুটানে কাজে গিয়ে হেনস্তার শিকার ! প্রশাসনের তৎপরতায় ঘরে ফিরলেন মুর্শিদাবাদের ৫ বাঙালি পরিযায়ী  

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বিনরাজে বাংলা পরিযায়ী শক্তিশালীদের হেনস্তার খবর প্রচারও দেশের এমনটি নজরে আসে এতদিন। সেই ব্যাতিক্রমী ঘটল মুর্শিদাবাদের রাণীনগর এলাকা জনাকয়েক পরিযায়ী শক্তির সঙ্গে। এই এলাকা ৫কে হেনস্তার শিকার হতে প্রতিবেশী দেশ ভুটানে। অভিযোগ, ভুটানে এই বাঙালিদের কাছ থেকে ওয়ার্কমিট নথি কেড়ে নেওয়ার সাথে সাথে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে জানতে সীমানা থেকে ফেরার উদ্যোগী হয় মুর্দাবাদ জেলায়। উত্তরে জেলা প্রশাসন হস্তক্ষেপে বাড়ি ফিরে পাঁচ পাঁচ।

তথ্য জানা, ফেরাকে পাঁচ পরিযায় প্রভাবের নাম আনোয়ার হোসেন, রুবেল শেখ, ইসমাইল শেখ ও রাহুল শেখ। আমার বাড়ি রানিনগর ও ইসলামপুর এলাকায়। এরা প্রত্যেকেই মার্বেল শ্রমিক। দিন কয়েক আগে তারা মার্বেলের ভুটানে যান ঠিকাদারি সংস্থার। কিন্তু সেখানে গিয়ে হেনস্তার শিকার হন বলে অভিযোগ। পরিযায়ী শ্রমিকেরা জানান, ‘আমরা অতিরিক্ত অর্থ সাহায্যের জন্য বাড়িঘর ছেড়ে যেতে যেতে যেতে। কিন্তু সেখানে যাওয়ার পর হেনস্তার শিকার হই। বিরোধিতা সমস্যা আরও এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পারস্পরিক সহিংসতার অভিযোগপত্র কেড়ে নেওয়া হয়। তবে বাঁচিয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরতে আমরা এখানে এখানেই কিছু কাজ খুঁজব’।

এদিন নিগৃহীত ৫ ভুটান থেকে নিজের গৃহে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাসের কথা বলেছে। এখনও দৃশ্য-মুখে আতঙ্কের ছাপ।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন