মাত্র ৪৫০ টাকায় মিলছে LPG গ্যাস সিলিন্ডার ! কিন্তু সবাই পাবে না

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বর্তমানে রান্নার খরচ সামলাতে হিমশিম খাচ্ছে অনেক পরিবার। হ্যাঁ, বাজারের নিত্য গুরুত্বপূর্ণ জিনিস দামের তো হু হু করেই, আর পাঁচই খেলার খাবারের দাম। তবেই এলপি সিলিন্ডার দাম নিয়ে জি সুখবর তুলে আসলো। কিছু ক্ষেত্রে এখনকারে ৪৫০ করতে বিশেষ পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার। তবে কিভাবে? চলুন আজ রিপোর্টে নেব।

সিদ্ধান্ত গ্রহণ

কেন্দ্রীয় সরকার দ্বারা এলপি সিলিন্ডার দামে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। একটি উদ্দেশ্য, যাতে রান্নাঘরকে আরো সহজ করা যায়, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জন্য। কারণ বাজারদরের চাপে পরিবারকে আর দেখতে হবে না, সেজন্য সরকার ভর্তুকি নিয়ে বড়সড় পরিবর্তন করছে।

উজ্জ্বলা যোজনার ভার্তুকি

প্রসঙ্গত, এই স্বস্তির পথে সকলকে বড় ভূমিকা রাখছে উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের সদস্যদের পাশের সদস্যদের সিলিন্ডার প্রতি ৩০০ টাকা করে ভর্তুকি দেখতে, যা গ্রাহকদের কাছে জমা দিতে হবে। বাজারদর ৯ থেকে ১০০০ টাকা মূল্য, মূল্য দাঁড়াচ্ছে ৬০০ টাকা বা তারও কম। তবে কিছু রাজ্যে আবারও রাজ্যের বিশেষ ভোটারী বা বিশেষ ভার্তুকি অফারের কারণে দাম ৫০ টাকায় বেশ কিছু কথা।

বেশি বেশি করে উপকৃত হবে?

সত্য উজ্জ্বলা যোজনার স্থায়ী সুবিধাভোগীরা সবথেকে বেশি লাভবান হবে। এছাড়াও গ্রামীণ বা অর্ধ গ্রুপের নিম্ন আয়ের অংশের মানুষ, যারা রান্নার জন্য প্রবেশ এলপির উপর নতিশীল, তারাও উপকৃত হবে। এমনকি সাধারণ নিম্মবিত্ত পরিবারের ভর্তুকির কারণে দেখতে দেখতে পকেটে স্বস্তি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন