সাত বছর পর চিনের মাটিতে মোদি, নজরে জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সংহাই-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর শীর্ষস্থানীয় জোট যোগ দিতে শনিবার তিন সফরে চিনে এসেছেন প্রকাশ করেছেন প্রতিনিধি নরেন্দ্র মোদি। বিগত সাত সপ্তাহ তার প্রথম চিন সফর। স্বাগত জানাই ও কূটনৈতিক মহল এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে।

আগামী ৩১ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর তায়ানজিনে হতে বিক্রেতা প্রেসও-র পার্টি সদস্য রাষ্ট্রের এই বার্ষিক শীর্ষক। পোস্টার এই সফরে সবচেয়ে বেশি যে নজরে আসে, তা হল চিনের পরিচয় শিজিনপিং এর সাথে দুপাক্ষিক। এখন ভারত ও চিনের সম্পর্কে বরফ গলতে শুরু করার জন্য এই দুই দেশের ভবিষ্যৎ মনে করা হচ্ছে।

যথেষ্ট পরিমাণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে আবস্থির অস্থিরতা এই সক্রিয়তা গঠনও যথেষ্ট তাৎপর্য্য। বর্তমান ওয়াশিংটন রপ্তানির উপর কঠোরভাবে আরোপ করার পর এই প্রভাবকে ভূ-রাজনৈতিকভাবে বিশেষভাবে বলা হচ্ছে। এই শীর্ষ নেতাকর্মী এবং চিনাক্তার প্রতিনিধির সঙ্গে দুপক্ষের দল শুধু আঞ্চলিক নিরাপত্তা ও পরিস্থিতি নয়, বিরোধিতা বিদেশর ক্ষেত্রে একটি নতুন নির্দেশ নির্দেশ করবে

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন