Bangla News Dunia, Pallab : দেশের যুবক-যুবতীদের জন্য একটি দারুন খবর। ব্যবসা করতে চাইলে পোস্ট অফিস দিচ্ছে দারুন সুযোগ। পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি (Post Office Franchise) ব্যবসা করে মাসে মাসে মোটা টাকা ইনকাম করতে পারবেন আপনিও। সবচেয়ে বড় সুবিধা হল, একেবারে কম টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করা যায়। আর মাসে মাসে আয় আসবে (৪০,০০০-৫০,০০০) টাকা। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ব্যবসার বিবরণ ও এই ব্যবসা কিভাবে শুরু করবেন এ বিষয়ে বিস্তারিত।
Post Office Franchise Business
ব্যবসা করবেন বলে মনস্থির করে থাকলে দারুণ সুযোগ আপনার জন্য (Business Idea). মাত্র পাঁচ হাজার টাকার সিকিউরিটি ডিপোজিট জমা করেই শুরু করতে পারবেন এই ব্যবসা (Post Office Franchise). বর্তমানে পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি তরুণদের জন্য দারুন লাভজনক ব্যবসার আইডিয়া (Business Idea) হয়ে উঠেছে। অনেকেই আছেন যারা পোস্ট অফিসের সঙ্গে পার্টনারশিপে ফ্র্যাঞ্চাইজির ব্যবসা শুরু করেছেন (Post Office Franchise(.
কারা এই ব্যবসা শুরু করতে পারবেন?
পোস্ট অফিস ফ্রাঞ্চাইজি ব্যবসা (Post Office Franchise) শুরু করার জন্য আবেদনকারী ব্যক্তির নির্দিষ্ট কিছু যোগ্যতা প্রয়োজন। ঠিক কোন কোন যোগ্যতা প্রয়োজন হবে দেখে নেওয়া যাক।
- পোস্ট অফিসের সঙ্গে পার্টনারশিপের ব্যবসা শুরু করতে পারবেন যেকোনো ভারতীয় নাগরিক।
- আবেদনকারী ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর।
- এই ব্যবসায় আবেদনকারী ব্যক্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস।
- উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যুক্ত ব্যক্তিরা এমনকি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাস ব্যক্তিরাও স্বাচ্ছন্দ্যে এই ব্যবসা শুরু করতে পারেন।
- যদি সেই ব্যক্তির কোন অপরাধমূলক রেকর্ড থাকে তাহলে তাঁর আবেদন বাতিল করা হবে।
- বৈধ মোবাইল নম্বর ও GSTIN অর্থাৎ আবেদনকারী ব্যক্তির প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
এই ব্যবসায় কি কি ধরনের কাজ করতে হবে?
পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় (Post Office Franchise) আপনি ডাক পরিষেবা সংক্রান্ত কাজ, ব্যাংকিং ও বীমা পরিষেবা, এছাড়া বিল পেমেন্ট ও ডিজিটাল পরিষেবা সংক্রান্ত কাজকর্ম করতে হবে। আপনাকে পোস্টাল সেভিংস ব্যাংকের বিভিন্ন লেনদেন, সাধারণ মানুষের জন্য যে সকল সঞ্চয় প্রকল্প রয়েছে তার ফর্ম পূরণ, কিস্তি সংগ্রহ ইত্যাদি করতে হবে।