রবিবার রাতে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব আফগানিস্তান (Afghanistan)। এতে প্রায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। আহতের সংখ্যাটাও অনেক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) তরফে জানানো হয়েছে রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে ওই কম্পনের মাত্রা ছিল ৬। এরপর আফটারশকে বেশ কয়েকবার কেঁপে ওঠে আফগানিস্তান।
আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের বেশ কিছু এলাকা সহ ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশে কম্পন অনুভূত হয়। আফগানিস্তানের জালালাবাদের কাছে নানগরহর প্রদেশে ভূমি থেকে আট কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল।
রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে কম্পন অনুভূত হয়। ভারতীয় সময় তখন রাত প্রায় ২টা।
নানগরহরের জনস্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে নয় জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অন্তত ২৫। ইতিমধ্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।