অপারেশন সিঁদুরের পর প্রথমবার শাহবাজ শরিফের সঙ্গে এক ফ্রেমে মোদী, কথা হলো কি ?

By Bangla News Dunia Dinesh

Published on:

চিনের তিয়ানজিনে (Tianjin) শুরু হয়েছে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের (SCO) ২৫তম বৈঠক। আর সেদিকে নজর রয়েছে গোটা বিশ্বের। রবিবার এই সম্মেলনের শুরুতে দেখা গেল চিরশত্রু দুই প্রতিবেশী দেশের রাষ্ট্র প্রধানকে। এখানে কথা হচ্ছে ভারত (INDIA) ও পাকিস্তানের (Pakistan)।

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর এই প্রথম একমঞ্চে দেখা গেল দুই পড়শি দেশের প্রধানমন্ত্রীকে। একসারিতে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। যদিও একে অপরের থেকে বেশ কিছুটা দূরে ছিলেন তাঁরা।

২৫ তম এসসিও বৈঠকে যোগ দিতে শনিবার চিনে যান প্রধানমন্ত্রী। রবিবার থেকে সম্মেলন শুরু হয়েছে। সোমবার ওই বৈঠকে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। এছাড়াও ওই বৈঠকে থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান ও উত্তর কোরিয়ার শাসক কিম জন উন। নিয়মিত সদস্য ছাড়াও পর্যবেক্ষক হিসাবে বেশ কয়েকটি দেশের প্রধান এবারের এসসিও সম্মেলনে থাকবেন।

সম্মেলনের প্রথম দিনে অতিথিদের জন্য একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করেছিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) ও তাঁর স্ত্রী পেং লিউয়ান। সেখানে ফটো সেশনে মুখোমুখি হন মোদি ও শাহবাজ। দুই রাষ্ট্রপ্রধান সামনের সারিতে দাঁড়ালেও তাঁরা পাশাপাশি ছিলেন না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন