রাজ্য জয়েন্ট এন্ট্রান্সবোর্ড (ডব্লিউবিজেইবি) পরবর্তী বছর, ২০২৬-এ শিক্ষা সহায়ক নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (এএনএম) দুই বছর ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম) তিন বছর নার্সিং প্রচারের বিকাশের দিন পরের দিন।
আবেদনকারীরা অনলাইনে ফিলাপ করতে চাইলে ৪ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিএনএম ও এএনএম নীতি পরীক্ষা করতে হবে। পরীক্ষা হবে ১৯ অক্টোবর ২০২৫ (বিবার)-এ বেলা ১২টা থেকে দুপুরটা পর্যন্ত পরীক্ষা চলবে।
এই পরীক্ষায় উত্তীর্ণ হলে বিভিন্ন জেলায় নার্সিং পড়ার সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে ২ বছরের অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (এএনএম-আর) এবং ৩ বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম)। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (WBJEEB)। তবে ANM নেটওয়ার্কে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। আর জিএনএম প্রার্থীকে মহিলা, পুরুষই আবেদন করতে পারবেন।
অতিরিক্ত ফিলাপদরুন কোন অসংগতি দেখা প্রকাশকারী আবেদনকারী ১৭ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সংশোধন করতে পারবেন। অ্যাডমিট কার্ড দেখানো হবে ১০ অক্টোবর থেকে বিরতি দিন পর্যন্ত।
আবেদন ফি: সাধারণ নেটওয়ার্কদের ৪০০ টাকা আবেদন ফি দিতে হবে। আরও এসটিএস/ওবিসি (এ ও বি)/ইডব্লিউএস ও অনাথ পার্টিদের ফি ৩০০ টাকা।