যুদ্ধের সমাধানে ভারত-চিনের প্রচেষ্টাকে সমর্থন রাশিয়ার ! মোদি-পুতিন সম্পর্কের বিরল ছবি এসসিও সম্মেলনে

By Bangla News Dunia Dinesh

Published on:

ভারত ও চিনের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়া। সোমবার তিয়ানজিনে (Tianjin) এসসিও বৈঠকে (SCO) যোগ দিয়ে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের (Russia-Ukraine war) সমাধানে ভারত ও চিনের ভূমিকার প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এসসিও সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখার সময়ে পুতিন বলেন, ‘ইউক্রেনের সংকট সমাধানের জন্য চিন ও ভারতের প্রচেষ্টা এবং প্রস্তাবগুলির প্রশংসা করছি আমরা।’ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম পরামর্শদাতা পিটার নাভারো ইউক্রেনের সঙ্গে যুদ্ধকে ‘মোদির যুদ্ধ’ বলে দাবি করেছিলেন। তাঁর দাবি ছিল, রাশিয়া থেকে ছাড়ে তেল ক্রয়ের মাধ্যমে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আর্থিকভাবে সাহায্য করছে ভারত। যদিও এই মার্কিন দাবি এদিন খারিজ করেন পুতিন। বরং এই যুদ্ধ শুরুর জন্য ন্যাটো এবং পশ্চিমি দুনিয়ার হস্তক্ষেপকেই দায়ী করেছেন তিনি।

সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সমাধানে সম্প্রতি আলাস্কায় ট্রাম্পের সঙ্গে হওয়া বৈঠকেরও প্রশংসা করেছেন পুতিন। তিনি বলেন, ‘আমি আরও উল্লেখ করব যে সম্প্রতি আলাস্কায় রাশিয়া ও আমেরিকার বৈঠকে সমঝোতা হয়েছে। আমি আশা করি, তা নির্দিষ্ট লক্ষ্যপূরণে সাহায্য করবে।’

এদিন এসসিও বৈঠকে বক্তব্য রাখার পরই মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রওনা দেন পুতিন। বেশ খোশমেজাজে গল্প করতে করতেই একই গাড়িতে করে যান তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন মোদি। তিনি লিখেছেন, ‘এসসিও শীর্ষ সম্মেলনের অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট পুতিন এবং আমি একসঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠকের স্থানে গিয়েছিলাম। তাঁর সঙ্গে কথোপকথন সর্বদা অন্তর্দৃষ্টিপূর্ণ।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন