মোদিকে ‘ব্রাহ্মণ্যবাদী’ খোঁচা ট্রাম্পের উপদেষ্টার !

By Bangla News Dunia Dinesh

Published on:

শুল্কযুদ্ধে ততটা সুবিধা করতে না পেরে এবার ভারতকে বর্ণবিদ্বেষী কটাক্ষ করল আমেরিকা।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা তথা হোয়াইট হাউসের বাণিজ্য বিষয়ক পরামর্শদাতা পিটার নাভারো বলেছেন, ‘সাধারণ মানুষের ক্ষতির বিনিময়ে লাভবান হচ্ছেন ভারতের ব্রাহ্মণরা।’ একইসঙ্গে ভারতকে একাধারে ‘অর্থলোভী’ ও ‘রুবল (রুশ মুদ্রা) তৈরির লন্ড্রি’ বলতেও বাধেনি তাঁর। তবে তিনি ‘ব্রাহ্মণ’ শব্দটি বর্ণভিত্তিক অর্থে বলেছেন, নাকি আমেরিকায় প্রচলিত অভিজাত শ্রেণির প্রতীক হিসাবে ব্যবহার করেছেন, তা পরিষ্কার নয়।

নাভারোর অভিযোগ, ভারত এখন রাশিয়ার জন্য ‘লন্ড্রোম্যাট’ অর্থাৎ যুদ্ধের অর্থ জোগাড় করার একটি পথ। তাঁর দাবি, রাশিয়া সস্তায় অপরিশোধিত তেল ভারতকে বিক্রি করছে, আর ভারত সেই তেল শোধন করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় বেশি দামে বিক্রি করছে। এতে ভারতের বড় তেল ব্যবসায়ীরা বিপুল লাভ করছে, আর সেই অর্থ রাশিয়ার যুদ্ধযন্ত্রকে শক্তি জোগাচ্ছে।

রবিবার এক সাক্ষাৎকারে ‘ফক্স নিউজ’কে নাভারো বলেন, ‘নরেন্দ্র মোদি একজন মহান নেতা। কিন্তু আমি বুঝতে পারছি না, কেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একই রাস্তায় যাচ্ছেন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নেতার এটা করা উচিত নয়। আমি শুধু ভারতীয় জনগণকে বলব, দয়া করে এখানে কী ঘটছে সেটা বুঝুন। ওখানে (ভারতে) আমজনতার ক্ষতি করে ব্রাহ্মণরা মুনাফা করছে। আমাদের এটা বন্ধ করা দরকার।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন