অবশেষে চালু হলো শ্রমশ্রী প্রকল্পে আবেদন গ্রহণ, জানুন আবেদন পদ্ধতি ও সব তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য এনেছেন শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে দেওয়া হবে মাসে মাসে 5000 করে টাকা। পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জীবনে নতুন আশার আলো জ্বালাতে সম্প্রতি চালু করেছে শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme)। রাজ্য সরকার রাজ্যবাসীদের জন্য বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষদের পাশে সব সময় আছেন। দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে কাজ করা শ্রমিকরা যখন নানা কারণে বাংলায় ফিরে আসেন, তখন তাঁদের বড় সমস্যা হয় স্থায়ী আয়ের উৎস খুঁজে পাওয়া। তাই সেই সমস্যার সমাধানে এবং তাদের যাতে কোন প্রবলেম না হয় সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন বিশাল বড় একটি প্রকল্প। পরিযায়ী শ্রমিকদের সেই সমস্যার সমাধান করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প শুরু করেছে। এখানে থাকছে আর্থিক সহায়তা, দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সুবিধা, এমনকি ছোট ব্যবসা শুরু করার জন্য ঋণ সুবিধাও।

তবে এই প্রকল্পে সকলেই আবেদন জানাতে পারবেন। এই প্রকল্পে আবেদন জানাতে হলে কি কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন আপনারা এই প্রতিবেদনে বিস্তারিত তথ্য জেনে যেতে পারবেন।

শ্রমশ্রী প্রকল্প কী?

করোনার সময় থেকে পশ্চিমবঙ্গের হাজার হাজার পরিযায়ী শ্রমিক ঘরে ফিরতে বাধ্য হন। এরপর থেকে রাজ্যে বহু বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজ্যে ফেরার পর তাঁদের অনেকেরই কাজ বা আয়ের উৎস বন্ধ হয়ে যায়। তাই এই সমস্ত মানুষদের কথা চিন্তাভাবনা করে তাঁদের পুনর্বাসনের জন্য সরকার শ্রমশ্রী প্রকল্প চালু করেছে। এর মূল লক্ষ্য হলো—

  • পরিযায়ী শ্রমিকদের আর্থিকভাবে সহায়তা করা
  • কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
  • দক্ষতা উন্নয়নমূলক ট্রেনিং প্রদান
  • তাঁদের সন্তানদের শিক্ষা ও স্কলারশিপের সুযোগ দেওয়া
  • স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা

সরকার আশা করছে, এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে লাখ লাখ পরিবার এর সরাসরি সুবিধা পাবে।

কারা শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন?

👉 প্রকল্পটির সুবিধা নিতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে—

  • এই প্রকল্পের আবেদন করতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আধার কার্ড বা ভোটার কার্ড থাকতে হবে।
  • যাঁরা বাইরে কাজ করতেন এবং রাজ্যে ফিরে এসেছেন, তাঁরাই যোগ্য হবেন। তবে আরও অনেকেই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
  • শ্রমিকদের পরিবার (মা-বাবা) রাজ্যের ভোটার হলে তাঁরাও সুবিধা পাবেন।
  • কর্মসাথী পোর্টালে আগে থেকেই নাম নথিভুক্ত থাকতে হবে। যদি নাম নথিভুক্ত না থাকে তাহলে আগে নাম নথিভুক্ত করতে হবে।

শ্রমশ্রী প্রকল্পের মূল সুবিধা

পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এই প্রকল্পে বহু সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে প্রধান কয়েকটি হলো—

  • মাসে মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা পাওয়া যাবে
  • কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকারি সাহায্য করবে
  • বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ (Skill Development Training) দিয়ে সরাসরি কাজে যুক্ত করানো হবে।
  • স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা সুবিধা দেওয়া হবে।
  • শিশুদের স্কুলে ভর্তি ও স্কলারশিপ পাওয়ার সুযোগ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে
  • ছোট ব্যবসা শুরু করার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে।

কীভাবে আবেদন করবেন শ্রমশ্রী প্রকল্পে?

শ্রমশ্রী প্রকল্পের আবেদন করা যাবে অনলাইন ও অফলাইনে উভয়ভাবেই। তবে সবচেয়ে সহজ উপায় হলো মোবাইলের মাধ্যমে অনলাইনে আবেদন করা। এক্ষেত্রে আপনার হাতে যদি স্মার্ট ফোন থেকে থাকে তাহলে আপনি নিজেই বাড়িতে বসে আবেদন জানাতে পারবেন।

মোবাইল দিয়ে আবেদন পদ্ধতি

1. শ্রমশ্রী অ্যাপ ডাউনলোড

প্রথমে মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে “Shramashree App” ডাউনলোড ও ইনস্টল করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পরে স্ক্রিনে দুইটি অপশন আসবে— LoginRegister। এরপর আপনাকে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

2. লগইন প্রক্রিয়া

  • আপনার নাম যদি আগে থেকেই কর্মসাথী পোর্টালে নথিভুক্ত থাকে, তাহলে User ID বা ফোন নম্বর দিয়ে “Generate OTP” ক্লিক করুন। যদি আপনার নাম না থাকে তাহলে আপনাকে আগের রেজিস্ট্রেশন করে নিতে হবে। ফোনে পাওয়া OTP দিয়ে “Validate OTP” করুন।

3.রেজিস্ট্রেশন প্রক্রিয়া

  • যদি কর্মসাথী পোর্টালে নাম না থাকে, তবে “Register” অপশন সিলেক্ট করুন। এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করুন। সবকিছু ঠিকঠাক থাকলে নাম, ঠিকানা, পরিচয়পত্র নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিন। এরপর সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেলে “Submit” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করুন।

আবেদন করার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

এখানে আবেদন করার সময় অনেককের মোবাইলে  OTP সমস্যা দেখা দেয় তাই এক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। যাদের নাম আগে থেকে কর্ম সাথী পোর্টালে নথিভুক্ত নেই তাদের আগে কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করে নিতে হবে। এছাড়াও আবেদন করার সময় আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করবেন যাতে কোন ভুল ত্রুটি না থাকে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন