Bangla News Dunia Desk: ‘এত অসভ্য ভোট সংবাদনি’। সর্বপ্রথম সভায় গন্তব্য জয়কে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( সিএম মমতা বন্দ্যোপাধ্যায় )। নির্বাচনের বিশেষ অধিবেশন এদিন তুলকালাম কাণ্ড বাধে। ভিনরাজে বাংলা হেনস্তা ইস্যুতে এদিন বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। তা নিয়ে এদিন মুখ্যমন্ত্রীকে শুরু করতে উঠতে উঠতে হবে হগোল দায়দায়িত্ব বিধান করা। মনের ইতিহাসই মমতা বলেন, ‘আর দরকার নেই। মোদি সরকার। মানুষ তোমার গদিচ্যুত করবে। ভয়র বিধায়কদের ধিক্কারই জানালেন।’
মমতা বলেন, ‘আমি আমার সময় ওদের বলতে বলতে শব্দ দিয়েছি। ওঁরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চাই না।’ মমতার ভাষা অনুশীলনই এদিন উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন যুবক (বিজেপি) বিধান করা। তৃণমূল-বিজেপির স্লোগান যুদ্ধের গতিই ওয়েলে প্রশ্ন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এরা বাংলা যুদ্ধ। বাংলা ভাষা অপমান করেছে, সেই নিয়ে বৈঠকে কথা বলতে বলতে এঁরা কথা বলতে চাই না। এঁরা চাই না, মানুষ জানুক। মমতা বলেন, ‘আমি আমাদের বিধায়কদের শান্ত বলেছি। রাখা দু’পক্ষের দায়িত্ব শান্তি। এরা গাদি চোর। মনে চোর। বাংলা পরিবর্তন দল। অত্যাচারী দল। অনেক দেশ আনন্দ। বাংলার মানুষ এঁদের সম্মেলন দেখতে চান। মমতার কথায়, ‘সংসদে নওয়াছি, আমাদের শব্দদের মারা হয়েছে। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুলের বাংলা। সাধারণ জন্য যুদ্ধ বাংলা। আর নেই ভালোবাসে বলে। খুব চোর। চোরেদের সরকার।’ খুব বিধায়কদের চোর স্লোগানের পালটা এমনটাই বলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘সব চোরদের কথা আমি জানি। আদর্শের মতো অভদ্র নির্লজ্জ দল জানি।’ দু’পক্ষের চিৎকারেদিন বন্ধ হয়ে যায় অধিবেশনের কাজ।