সাইবার অপরাধ সহ ইলেকট্রনিক ডিভাইস সংক্রান্ত চুরি, জালিয়াতির নিরাপত্তা করতে গিয়ে বড়সড়ো পেল মুর্শিদাবাদ পুলিশ ( মুর্শিদাবাদ পুলিশ )। মিল উত্তরবঙ্গ যোগের হদিস! শতাধিক মোবাইল সহ বহরমপুর থেকে ( গ্রেপ্তার করা ) হল ২ দ্বারা। ধৃতরা হল, আব্দুল গাফফার ও হাতিকুল ইসলাম। তাদের বাড়ি মালদার কালিয়াচক এলাকায়।
স্থানীয় সংবাদ বিজ্ঞপ্তি, মুর্শিদাবাদ জেলার একটি বিশেষ টিম আবার বেশ সাইবার অপরাধ মোবাইল ফোন সহ চুরি সংক্রান্ত বিষয়ে বিচার করছি। তারপর এই জয় মেলে। তল্লাশি সীমান্ত তাদের কাছ থেকে ১১০টি ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল (মোবাইল) বাজেয়াপ্ত হয়েছে। জেলা পুলিশের এক কাছের জানান, ধৃতদের জেরা করে আন্তঃরাজ্য মোবাইল চোরাচালান সহ সাইবার অপরাধী বড়সড়ো খুঁজে পেতে পারে। তথ্য সরবরাহ।