লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকেই আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগ, এসটিএফের হাতে ধরা পড়ল কলকাতার ৩ ব্যবসায়ী

By Bangla News Dunia Dinesh

Published on:

দোকান থেকে অবৈধভাবে বন্দুক পাচারের অভিযোগ। এসটিএফের (STF) হাতে গ্রেপ্তার কলকাতার (Kolkata) নামী বন্দুক বিক্রেতা সংস্থার তিন মালিক। ধৃতরা সুবীর দাঁ, অভীর দাঁ এবং সুব্রত দাঁ। তারা কলকাতার বিবাদি বাগ এলাকার প্রখ্যাত বন্দুক বিক্রেতা সংস্থার মালিক। জানা গিয়েছে, দোকান থেকে প্রায় ৪১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেইসঙ্গে দোকানটিকে সিল করা হয়েছে। এর আগেও অস্ত্র উদ্ধারের ঘটনায় এই দোকানের নাম জড়িয়েছিল।

এসটিএফের একটি সূত্র জানিয়েছে, এই কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এই দোকান থেকে কম দামে আগ্নেয়াস্ত্র জোগাড় করে অস্ত্রের বাজারে বেশি দামে বিক্রি করত। এর পাশাপাশি এই দোকান থেকে গুলিও পাচার হত বলে অভিযোগ। বৃহস্পতিবার গোয়েন্দাদের একটি দল দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের সঙ্গে দোকানের তিনজন মালিককে গ্রেপ্তার করেন।

এর আগে অগাস্টে খড়দহ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকার একটি পাঁচতলা আবাসনের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কাতুর্জ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নামে রহড়া থানার পুলিশ। পরে সেই তদন্তভার নেয় বেঙ্গল এসটিএফ। সেইসময় তদন্তে পুলিশ জানতে পারে, ওই বিপুল অস্ত্রের কিছু কার্তুজ বিবাদি বাগ এলাকার এই দোকানের। কী করে এমন কাণ্ড, তার শিকড়ে পৌঁছতেই তিন মালিককে গ্রেপ্তার করা হল। শুধু রহড়া নয়, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকেও বুলেট ও একটি দোনলা বন্দুক উদ্ধার হয়। সেই কাণ্ডে এই দোকানের কর্মচারীদের নাম জড়ায়। তাদের গ্রেপ্তার (Arrest) করে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় কেন বারবার এই লাইসেন্সপ্রাপ্ত দোকানের নাম উঠে আসছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন