সেপ্টেম্বরে শুধু বাংলা নয়, গোটা দেশে অতিবৃষ্টির পূর্বাভাস ! চিন্তায় পুজো উদ্যোক্তা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

শুক্রবার সকাল থেকেই কলকাতায় রোদ ঝলমলে আকাশ। পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টির রেশ অনেকটাই কেটেছে। বৃহস্পতিবার পর্যন্তও ছিল মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টি। তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কিছুটা কম। অবশেষে বাংলা থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ। ছত্তিসগঢ় হয়ে ধীরে ধীরে তা মধ্যপ্রদেশের দিকে চলে যাবে বলে জানা যাচ্ছে। তবে স্বস্তি এখনও ফেরেনি। সেপ্টেম্বরে শুধু বাংলা নয়, গোটা দেশে অতিবৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

জানা যাচ্ছে, চলতি সপ্তাহে বৃষ্টি কিছুটা কম হলেও সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৃষ্টির প্রভাব বাড়তে শুরু করবে। মৌসম ভবন থেকে প্রকাশিত রিপোর্টে আবহাওয়ার যে মানচিত্র দেখানো হয়েছে, তা থেকেই পরিষ্কার ঠিক কত বৃষ্টি হবে। এমনকী দুর্গা মূর্তির মাটি শুকোবে কি না, তা নিয়েও চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন